দেশ

সংসদ কাণ্ডে তোলপাড় দিল্লি, চড়ছে রাজনৈতিক পারদ

Delhi Parliament case

The Truth of Bengal: কয়েক মাস আগেই উদ্বোধন হয়েছে নতুন সংসদভবনের। আর সেখানেই ঘটে গেল নজিরবিহীন ঘটনা। যেখানে অনুমতি ছাড়া মাছি গলারও কথা নয়, সেখানে কীভাবে লোকসভার মধ্য়ে দুই যুবক স্মোক ক্যান সঙ্গে নিয়ে ঢুকে গেলেন, তা নিয়েই বড়সড় প্রশ্ন উঠছে। নতুন সংসদ ভবনের নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে কেন্দ্র। আর এই নিয়ে বৃহস্পতিবার দিনভর উত্তাল হল সংসদের দুই কক্ষ।

বিরোধী ইন্ডিয়া জোটের সাংসদরা কেন্দ্রকে নিশানা করেন।সংসদে নিরাপত্তাহীনতার প্রশ্ন তুলে এদিন সোচ্চার হয়েছিলেন ইন্ডিয়া জোটের সাংসদরা। প্রতিবাদ জানিয়ে রাজ্যসভা থেকে সাসপেন্ড হতে হয় ডেরেক ও’ব্রায়েনকে। লোকসভাতে সাসপেন্ড হন কংগ্রেসের ৫ সাংসদসহ মোট ১৫ জন। এদিকে এই ঘটনার পর নড়েচড়ে বসেছে কেন্দ্র। তদন্তে নেমেছে দিল্লী পুলিশ। তদন্তের জন্য ডিজি-সিআরপিএফ -এর নেতৃত্বে তৈরি হয়েছে বিশেষ কমিটি।

বিশেষ এই তদন্ত কমিটিতে আছেন বিশেষজ্ঞরাও। ঘটনায় এখনও পর্যন্ত ধৃত ৫। সংসদ মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে ইউএপিএ ধারা দেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে থাকা ৮ জন নিরাপত্তা রক্ষীকে সাসপেন্ড করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছেন বিরোধী সাংসদরা। কেন্দ্রকে চেপে ধরতে ইন্ডিয়া জোট বৈঠক করে বৃহস্পতিবার। কেন্দ্রের বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের পরিকল্পনা হয়েছে আলোচনায়।

Related Articles