দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, আজ রামলীলা ময়দানে শপথ
Delhi Chief Minister Rekha Gupta to take oath at Ramlila Maidan today

Truth Of Bengal: অবশেষে সমাপ্ত হল সব জল্পনা। প্রবেশ ভার্মা, বাঁশুরী স্বরাজ নন, বণিক সম্প্রদায়ের মুখ রেখা গুপ্তাকেই দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করা হল। প্রবেশ ভার্মা হয়েছেন উপ-মুখ্যমন্ত্রী। দিল্লি বিজেপি আইনসভা দল রেখা গুপ্তাকে তাদের নেতা হিসাবে নির্বাচিত করেছে। ৫ ফেব্রুয়ারির বিধানসভা নির্বাচনে জাতীয় রাজধানীতে জয়লাভ করে ২৬ বছরেরও বেশি সময় পর দিল্লিতে ক্ষমতায় ফিরে আসে বিজেপি।
দিল্লির শালিমার বাগ বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন রেখা গুপ্তা।অন্যদিকে, নয়াদিল্লি বিধানসভা কেন্দ্র থেকে অরবিন্দ কেজরিওয়ালকে পরাজিত করে ‘জায়ান্ট কিলার’ উপাধি পেয়েছেন প্রবেশ ভার্মা। বুধবার জাতীয় রাজধানীতে বিজেপির আইনসভা দলের বৈঠকে উভয় নেতার নাম ঘোষণা করা হয়।
৭০ সদস্যের বিধানসভার মধ্যে ৪৮টি আসন জিতে আম আদমি পার্টির (আপ) দশকব্যাপী শাসনের অবসান ঘটিয়ে দিল্লির ক্ষমতায় এসেছে গেরুয়া শিবির। যেখানে মাত্র ২২টি আসন জিততে সক্ষম হয় আপ।
বৃহস্পতিবার দুপুর নাগাদ রামলীলা ময়দানে একটি জমকালো শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী সহ শীর্ষস্থানীয় নেতারা এবং অনেক সেলিব্রিটি উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা গিয়েছে, রামলীলা ময়দানকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে এবং এর সীমানা প্রাচীরে নতুন করে রঙ করা হচ্ছে।
বণিক সমাজের প্রতিনিধি রেখা একদা সঙ্ঘের ছাত্র সংগঠন এবিভিপির নেত্রী ছিলেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সভাপতি পদের নির্বাচনেও জিতেছিলেন তিনি। তবে এবারই তিনি প্রথম বিধায়ক হয়েছেন। প্রবেশ ভার্মা বুধবার পরিষদীয় দলের বৈঠকে রেখার নাম প্রস্তাব করেন। ঘটনাচক্রে, ১৯৯৮ সালে দিল্লির ক্ষমতা হারানোর সময়ও বিজেপির মুখ্যমন্ত্রী পদে ছিলেন এক মহিলা নেত্রীসুষমা স্বরাজ।
মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করতে বুধবার সকালে বিজেপির সর্বোচ্চ নীতিনির্ধারক মঞ্চ ‘সংসদীয় বোর্ডের’ বৈঠক হয়। তবে ওই বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে, সে বিষয়ে নরেন্দ্র মোদী-অমিত শাহের দল কিছুই জানায়নি। সেখানে ‘কেন্দ্রীয় পর্যবেক্ষক’ হিসাবে রবিশঙ্কর প্রসাদ এবং ওমপ্রকাশ ধনখড়ের নাম ঘোষিত হয়। সন্ধ্যায় পরিষদীয় দলের বৈঠকে নবনির্বাচিত বিধায়কদের সামনে মুখ্যমন্ত্রী ও তাঁর ডেপুটির নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন দুই কেন্দ্রীয় পর্যবেক্ষক।