দিল্লিতে বহুতল ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত ২
Delhi: 2 dead, 1 injured as multi-storey building collapses

Truth Of Bengal: দিল্লির বুরারিতে ভয়াবহ দুর্ঘটনা। ভেঙে পড়ল চারতলা বাড়ি। মৃত্যু হয় ২ জনের। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে প্রায় ২২ জন। এখনো পর্যন্ত উদ্ধার ৩ শিশু সহ ১২ জন। আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজন। বাড়তে পারে মৃতের সংখ্যা।
বুরারির কৌশিক আবাসনে সোমবার সন্ধ্যা ৬:৩০ টা নাগাদ এই ঘটনা ঘটে। তখনই আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুতল। প্রাথমিকভাবে উদ্ধারকাজে এগিয়ে আসে স্থানীয় বাসিন্দারা। পরবর্তী সময়ে খবর দেওয়া হয় থানায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। জোরকদমে উদ্ধারকাজে চালাতে ঘটনাস্থলে পৌঁছায় জেলা বিপর্যয় মোকাবিলা বাহিনী ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। এই ঘটনার জেরে ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। উদ্ধার করা হয় ১৪ জনকে। স্থানীয় সূত্রে খবর বহুতল ভেঙে পড়ার ঘটনায় ২২ জন চাপা পড়েন ধ্বংসস্তূপের নিচে।
এই ভয়ংকর দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দিল্লির মুখ্যমন্ত্রীর তরফ থেকে সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়। এক্স হ্যান্ডেল অতিশী মারলেনা দুঃখ প্রকাশ করেন। সেই সঙ্গে দ্রুত উদ্ধার কাজ শেষ করার নির্দেশ দেন স্থানীয় প্রশাসনকে। এমনকি ক্ষতিগ্রস্ত পরিবারকে সাধ্যমত সাহায্যের আশ্বাস দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।
সোমবার সন্ধ্যেতে এই দুর্ঘটনা ঘটার পর সোমবার রাতে বিজেপি নেতা তথা সাংসদ মনোজ তিওয়ারি দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে যান। মনোজ তিওয়ারির কথায় সম্প্রতি ওই চার তলা বিল্ডিং এর কাজ শেষ হয়েছে। পরই তা ভেঙে পড়ে। ইতিমধ্যেই শুরু হয়েছে পুলিতে তদন্ত। অপরাধীদের কঠোর শাস্তির দাবিও জানান বিজেপি নেতা সহসকলই।