রুশ সেনাবাহিনীতে কর্মরত ভারতীয় নাগরিকের মৃত্যু! কড়া বার্তা দিল্লির
Death of Indian citizen serving in Russian army! Delhi issues strong message

Truth of Bengal: মৃত্যু হল রুশ সেনাবাহিনীতে থাকা আরো এক ভারতীয়র। ইউক্রেনের সঙ্গে সংঘর্ষের জেরেই মৃত্যু হয় তার। জানা যায়, কেরলের ত্রিশূরের বাসিন্দা তিনি। মঙ্গলবাড়ই এই বিষয়টি নিশ্চিত করেছে বিদেশ মন্ত্রক। একই সঙ্গে রাশিয়ার সরকারকে কড়া বার্তা দেওয়ার কথা জানানো হয়। অবিলম্বে রাশিয়া সেনাবাহিনীতে থাকা ভারতীয়দের দেশে ফেরানোর কথা বলা হয়েছে।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রুশ সেনাতে ভারতীয়দের উপস্থিতি প্রসঙ্গে বলেছেন, “রুশ বাহিনীতে কর্মরত ভারতীয়দের দ্রুত মুক্তির ব্যাপারেও দাবি জানানো হয়।” প্রসঙ্গত, ২০২৪-এর শুরুতেই নজরে আসে রুশ সেনায় ভারতীয়দের উপস্থিতির বিষয়টি। প্রায় শতাধিক ভারতীয়কে সেই সময় রুশ সেনার সহযোগী হিসেবে চুক্তিভিত্তিক নিযুক্ত করা হয়েছিল। এমনকি খবর পাওয়া যায়, তাদের ব্যবহার করা হয়েছিল ইউক্রেনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতেও।
খবর ছড়িয়ে পড়ে, ইউক্রেনের সঙ্গে এই সংঘাতের পরিস্থিতিতে কেবল ভারতীয়রাই নয়, বিভিন্ন দেশের নাগরিকদের নিযুক্ত করা হয়েছিল চুক্তিভিত্তিতে। জানা যায়, গত বছর জুলাইতে রাশিয়ার সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই সফরে সে দেশের প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের সঙ্গে রুশ সেনাবাহিনীতে ভারতের উপস্থিতি প্রসঙ্গে আলোচনা করেন নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রী তরফ থেকে সে দেশের প্রধানমন্ত্রী কে অনুরোধ জানানো হয়েছিল, ভারতের নাগরিকদের ছেড়ে দেওয়ার প্রসঙ্গে।
তারপর ধীরে ধীরে ভারতের নাগরিকদের ছেড়ে দেওয়ার কাজ শুরুও করেছিল সে দেশের প্রশাসন। সেই পরিস্থিতির পর এখনো পর্যন্ত সে দেশে আটকে রয়েছেন বহু ভারতীয় নাগরিক। যারা কর্মরত রুশ সেনাবাহিনীতে। বর্তমানে যে সমস্ত ভারতীয় নাগরিকরা রুশ সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় রয়েছেন তাদের প্রত্যেককে ভারতে ফিরিয়ে আনার বিষয়ে এবার তৎপর দিল্লি।