ওড়িশায় তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড় দানা! পর্যটকশূন্য পুরী, তৈরি ২৮৮ উদ্ধারকারী দল
Cyclone Dana to hit coast Odisha government takes precautions in several districts

Truth Of Bengal : বঙ্গোপসাগরে মঙ্গলবার গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ার পর বুধবার জন্ম নিয়েছে ঘূর্ণিঝড় ‘দানা’। এই ঝড় বৃহস্পতিবার আছড়ে পড়তে পারে ওড়িশা এবং বাংলার উপকূলে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, ঝড়ের গতিবেগ ১০০ থেকে ১২০ কিমি প্রতি ঘণ্টায় পৌঁছাতে পারে।
দুর্যোগের সম্ভাবনা মাথায় রেখে বাংলা ও ওড়িশার উপকূলে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। ওড়িশায় ২০০-রও বেশি ট্রেন বাতিল করা হয়েছে এবং পর্যটকশূন্য করে দেওয়া হয়েছে পুরী। রাজ্যের বিভিন্ন স্থানে প্রশিক্ষিত ২৮৮টি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। মৌসম ভবন জানিয়েছে, ঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়বে ওড়িশার জগৎসিংহপুর, কেন্দাপাড়া, ভদ্রক এবং বালেশ্বর জেলায়, যেখানে বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১১০ কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে। অপেক্ষাকৃত কম প্রভাব পড়বে ময়ূরভঞ্জ, পুরী, ভুবনেশ্বর, কটক ও সম্বলপুরে।
বুধবার সন্ধ্যা থেকেই উপকূলীয় ওড়িশার বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত শুরু হতে পারে, বিশেষ করে বালেশ্বর, ভদ্রক, কেন্দাপাড়া, পুরী এবং জজপুরে। রাজ্য সরকার ছয়টি জেলায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে, যেখানে ছয় অভিজ্ঞ আইএএস অফিসারকে মোতায়েন করা হয়েছে। এই পরিস্থিতিতে ১৪ জেলায় আগামী তিন দিনের জন্য স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, রাজ্যে ৮০০টি দুর্যোগ আশ্রয় শিবিরের পাশাপাশি ৫০০টি অতিরিক্ত শিবির তৈরি করা হয়েছে এবং উপকূলীয় এলাকা থেকে মানুষকে সেখানে সরিয়ে নেওয়া হচ্ছে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, ‘দানা’ সাগরদ্বীপ ও পুরীর মধ্যবর্তী অঞ্চলে আছড়ে পড়তে পারে। পশ্চিমবঙ্গের প্রশাসনও প্রস্তুতি নিচ্ছে, বিশেষ করে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। প্রশাসনের পক্ষ থেকে উপকূলবর্তী অঞ্চলে মাইকিং শুরু হয়েছে এবং কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সকালে ঘূর্ণিঝড় ‘দানা’ শক্তিশালী হয়ে ওড়িশা ও বাংলার উপকূলে এসে পৌঁছাবে, যা সামগ্রিক পরিস্থিতি জটিল করে তুলতে পারে।