দেশ
Trending

CSIR-UGC-NET: ইউজিসি নেট পরীক্ষা বাতিলের পর ফের সিএসআইআর নেট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিল এনটিএ

CSIR-UGC-NET: After cancellation of UGC NET exam, NTA postpones CSIR NET exam indefinitely

The Truth Of Bengal, Mou Basu: ডাক্তারির সর্বভারতীয় নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, বেনিয়ম ও অতিরিক্ত নম্বর দেওয়ার অভিযোগে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। পরীক্ষার একদিন পরই সদ্য বাতিল করা হয়েছে ২০২৪ জুনের ইউজিসি নেট পরীক্ষা। এই আবহের মধ্যে এবার অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল সিএসআইআর ইউজিসি নেট ২০২৪ পরীক্ষা। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) শুক্রবার বিবৃতিতে জানিয়েছে, ২০২৪ সালের জুন মাসের সিএসআইআর নেট পরীক্ষা এবার পিছিয়ে দেওয়া হচ্ছে। তবে পরবর্তী পরীক্ষার তারিখ জানানো হয়নি শুক্রবার ২১ জুনের বিবৃতিতে।

অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল সিএসআইআর ইউজিসি ২০২৪ নেট পরীক্ষা পিছিয়ে দেওয়া নিয়ে এনটিএর তরফে শুক্রবারের বিবৃতিতে বলা হয়েছে, অনির্দিষ্টকালের জন্য ও অজ্ঞাত কারণে পিছিয়ে দেওয়া হল জুন মাসের সিআসআইর ইউজিসি নেট ২০২৪ পরীক্ষা। প্রসঙ্গত, ২৫ জুন থেকে ২৭ জুন ছিল এই পরীক্ষা। পরীক্ষা শুরুর কয়েকদিন আগেই পরীক্ষা পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করা হল।

গত ১৮ জুন যে ইউজিসি নেট পরীক্ষা হয়েছিল, তা বাতিল ঘোষণা করেছে এনটিএ। সেই পরীক্ষা ঘিরে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। এর আগে নিট পরীক্ষা ঘিরে বিস্তর বিতর্কের ঝড় উঠেছে। তার পরই ১৮ জুনের ইউজিসি নেট পরীক্ষা বাতিল বলে ঘোষণা করা হয়। সূত্রের খবর, শিক্ষামন্ত্রক জানতে পেরেছে, এই পরীক্ষায় একাধিক বেনিয়ম ছিল। নিট নিয়ে দেশে তোলপাড়ের মধ্যেই অস্বচ্ছতার কারণ দেখিয়ে ইউজিসি-নেট ২০২৪ বাতিল করা হয়। এবার ইউজিসি সিএসআইআর ২০২৪ এর পরীক্ষা পিছিয়ে দিল এনটিএ। স্বাভাবিক ভাবে এনিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে।

Related Articles