দেশ

জগন্নাথধামে রথযাত্রায় জনজোয়ার, এবারের রথযাত্রা ২ দিন ধরে চলবে

Crowds in Rath Yatra at Jagannath Dham

The Truth of Bengal: দেশজুড়ে পালিত হচ্ছে জগন্নাথ-বলরাম ও সুভদ্রা দেবীর রথযাত্রার উৎসব। ওড়িশার পুরী জগন্নাথ মন্দিরে নজর গোটা দেশবাসীর। এবারের রথযাত্রা বাকি বছরের থেকে অনেকটা আলাদা। কারণ এবারের রথযাত্রায় আছে বিরল এক ঘটনা। পুরীর রথের চাকা কিছুটা এগিয়েই থেমে যাবে। আজ মাসির বাড়ি পৌঁছবেন না জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবী। বাকি যাত্রা সোমবার।

বলা হয়, পুরীতে জগন্নাথদেবের রথযাত্রায় অংশগ্রহণের পুণ্য একশো যজ্ঞের সমান। তাই এই রথযাত্রায় অংশ নেওয়ার জন্য সারা দেশের মানুষ মুখিয়ে থাকে। রথের রশিতে টান দেওয়ার জন্য বছরভর অপেক্ষায় থেকে রথের সময়পুরীতে হাজির হন ধর্মপ্রাণ মানুষ। ভক্তদের ভিড়ে উপচে পড়ে পুরী। কয়েক লক্ষ মানুষের ভিড় হয়। এই লাখো মানুষের ভিড় সামাল দেওয়ার জন্য প্রশাসনকে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। তবে জগন্নাথধামে আসা মানুষ সুশৃঙ্খল ভাবে রথযাত্রায় অংশ নেওয়ায় প্রশাসনের কাজ কিছুটা সহজ হয়ে যায়। দেশের অন্যতম বড় উৎসব রথযাত্রা সূচনার নেপথ্য যে ধর্মীয় বিশ্বাস আছে তা হল, একবার বোন সুভদ্রা তাঁর ভাই কৃষ্ণ এবং বলরামের কাছে শহরটি দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তারপর উভয় ভাই তাদের বোন সুভদ্রার জন্য একটি বিশাল রথ প্রস্তুত করে এবং তাতে চড়ে তিনজনই নগর ভ্রমণে বের হন। পথে তিনজনই গুণ্ডিচায় তাদের মাসির বাড়িতে গিয়েছিলেন। সেখানে ৭ দিন অবস্থান করেছিলেন। তারপর শহর ভ্রমণ শেষ করে পুরীতে ফিরে আসেন। তারপর থেকে প্রতি বছর তিন ভাই-বোন তাদের রথে চেপে শহর ভ্রমণে যান এবং তাদের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যান। এর মধ্যে বলরামের রথ সামনে, বোন সুভদ্রার রথ মাঝখানে এবং জগন্নাথের রথ থাকে পেছনে।

রথযাত্রা উপলক্ষে পুরীর সার্বিক নিরাপত্তায় কোনও খামতি রাখা হচ্ছে না। রথযাত্রায় অংশ নিতে আসেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির নিরাপত্তার জন্য সমস্ত ধরনের ব্যবস্থা নেওয়া হয় প্রশাসনের তরফে। এবারের রথযাত্রার মাহাত্ম্য একটু আলাদা। কারণ, এবারের রথযাত্রা ২ দিন চলবে। এবার আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি অর্থাৎ রবিবার ৭ জুলাই ভোর ৩ টে বেজে ৪৪ মিনিট থেকে ৮ জুলাই ভোর ৪ টে ১৪ মিনিট পর্যন্ত যোগ রয়েছে। তিথি বলছে, এবছর দু’দিন ধরে রথ। যা অত্যন্ত বিরলতম। গ্রহ-নক্ষত্রের বিরল যোগে ১৯৭১ সালের পর এবার প্রায় ৫৩ বছর পর এবার দুদিন ধরে রথযাত্রা হচ্ছে। তিথি মেনে এবার পুরীতে দু’দিন ধরে রথযাত্রার আয়োজন করা হয়েছে। রবিবার বিকেলে পুরীতে জগন্নাথ দেবের রথের রশিতে টান পড়ে। অর্ধেক রাস্তা গিয়ে থেমে যায় রথ। আবার যাত্রা শুরু হবে সোমবার। ৫৩ বছর পর দু’দিন ধরে উদযাপিত হচ্ছে রথযাত্রা।

Related Articles