দেশ
VVPAT স্লিপ দিয়ে ভোটের ক্রস-ভেরিফিকেশন, আবেদনের শুনানি সুপ্রিমকোর্টে
Cross-verification of votes with VVPAT slips

The Truth of Bengal: নির্বাচনী ব্যবস্থাকে স্বচ্ছ,শক্তিশালী করার জন্য চালু করা হয়েছে ইভিএম। আর ভিভিপ্যাট হল একটি স্বাধীন ভোট যাচাইকরণের পদ্ধতি। এর মাঝে VVPAT স্লিপ দিয়ে ভোটের ক্রস-ভেরিফিকেশনের আবেদনের শুনানি সুপ্রিমকোর্টে। সুপ্রিম কোর্ট ৯এপ্রিল জানায় ভোটার ভেরিফাইয়েবল পেপার অডিট ট্রেইল (ভিভিপিএটি) দিয়ে দেওয়া ভোটের ক্রস ভেরিফিকেশনের শুনানি হবে মঙ্গলবার।
বিচারপতি সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্তের বেঞ্চে এই মামলার শুনানির জন্য সমস্ত আবেদন করা হয়েছে। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এই মামলা দায়ের করে। অন্যান্য বিষয়গুলির সাথে আইনজীবী প্রশান্ত ভূষণ জরুরী শুনানির আর্জি জানান। এরপর শীর্ষ আদালত সবপক্ষের মতামত জেনে তাঁদের পর্যবেক্ষণ জানাতে চায়। বুধবার সেই সব মামলার শুনানির দিকে তাকিয়ে নাগরিকরাও।