দেশ

দেশের প্রথম শস্য এটিএম চালু হল ওড়িশায়

Country's first grain ATM launched in Odisha

The Truth Of Bengal: চালু হল শস্য এটিএম। দেশে প্রথমবারের জন্য ওড়িশায় এই এটিএম চালু হল। যে এটিএম থেকে শস্য পাওয়া যাবে এবার। ভূবনেশ্বরের মঞ্চেশ্বরে এই এটিএম বসানো হয়েছে। বৃহস্পতিবার রাজ্যের খাদ্য সরবরাহ ও ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয় এই এটিএম। গত ২০ জুনই মন্ত্রী ক্রুশনাচন্দ্র পাত্রের তরফ থেকে ঘোষণা শস্য এটিএমের কথা ঘোষণা করা হয়েছিল। সেই সঙ্গে তিনি জানিয়েছিলেন, এই এটিএম থেকে শস্য বের করার জন্য প্রয়োজনীয় বিশেষ কার্ডও দেওয়া হবে। সেই ঘোষণা মতোই উদ্বোবধন হল শস্য এটিএমের।

মন্ত্রী জানান, সমস্ত জেলা সদরেই এই এটিএম থাকবে। মন্ত্রীর কথায়, বর্তমানে ৫০ লাখেরও বেশি ভুয়ো রেশন কার্ড রয়েছে। সেই সমস্ত কার্ড হোল্ডারের নাম প্রথমে চিহ্নিতকরণ করতে হবে, তারপর তা গ্রাহক তালিকা বাদ দিতে হবে।  একইসঙ্গে নয়া গ্রাহকদের নাম তালিকাভুক্ত করার কাজও চলতে থাকবে। সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে এই কাজের জন্য। পাবলিক ডিস্ট্রবিউশন সিস্টেমের প্রসারণ ঘটানোর জন্যই এই এটিএস চালু করা হল বলে খাদ্য দফতর সূত্রে খবর।

এটিএম ব্যবহারের জন্য প্রথমে গ্রাহককে বসাতে হবে রেশনকার্ড নম্বর। তারপর বায়োমেট্রিক অথেন্টিকেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তারপরই পরিমান মতো চাল বেরিয়ে আসবে ওই এটিএম থেকে। প্রতি গ্রাহকের জন্য বরাদ্দ ২৫ কেজি পর্যন্ত চাল। নয়া এই নিয়ম চালু হলে রেশন দোকানের বাইরের লম্বা লাইনের ছবিটাও বদলাবে বলেই মনে করা হচ্ছে। তাতে রেশন সংগ্রহের পদ্ধতিও যেমন সহজ হবে, সেইসঙ্গে বাঁচবে সময়।

Related Articles