দেশরাজনীতি
Trending

এক দেশ এক ভোটের বিরোধিতা কংগ্রেসের,প্রাক্তন রাষ্ট্রপতিকে চিঠি দিলেন খাড়গে…

Congress opposes One Country One Vote, Kharge wrote to former President.

The Truth Of Bengal: এক দেশ এক ভোটের বিরোধিতা করল কংগ্রেসও। বিজেপি সরকারের প্রস্তাব সংবিধানের মূল কাঠামোর বিরোধী বলে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের কমিটি খারিজ চেয়ে  চিঠি লিখেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো এই ধরণের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার ভাবনাকে যুক্তিরাষ্ট্রীয় রীতি বিরোধী বলে উল্লেখ করেছেন। তৃণমূলের পথেই ইন্ডিয়া জোটের সদস্যরা বিরোধিতা করায় বিজেপির চাপ  আরও বাড়ল বলা যায়।

লোকসভা ও বিধানসভার ভোট একসঙ্গে করানোর জন্য কেন্দ্র বড় আগ্রহী। শুধু লোকসভা-বিধানসভাই নয়,স্থানীয় নির্বাচনের পদ্ধতিতেও বদল আনতে চাইছে কেন্দ্রের মোদি সরকার। দেশের স্থানীয় নির্বাচন অর্থাৎ পঞ্চায়েত ও পুরসভার ভোট প্রক্রিয়ার পুরো দায়িত্ব থাকে রাজ্য নির্বাচন কমিশনের উপর। এই স্থানীয় নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকাও তৈরি করে রাজ্য নির্বাচন কমিশন। সেখানে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কোনও হস্তক্ষেপ বা অধিকার থাকে না। এই পদ্ধতিতেই বদল আনতে চাইছে কেন্দ্রীয় সরকার।সেই লক্ষ্যে উচ্চ পর্যায়ের কমিটি গড়া হয়েছে।  কমিটির মাথায় রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। কমিটির দেশের রাজনৈতিক দল, আইন কমিশনের পরামর্শ চেয়েছিল। তারই প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলি তাদের মতামত জানিয়েছে। সম্প্রতি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখে একদেশ, একভোট নীতির তীব্র বিরোধীতা করেন। তাঁর বক্তব্য, ‘‌ভারত আসলে একটা যুক্তরাষ্ট্র কোথাও এক দেশ এক সরকারের কথা বলা নেই। এই মৌলিক বিষয়টি এড়িয়ে গিয়ে এক দেশ এক ভোটের কথা ভাবাই যায় না।

  • তৃণমূলের পথে কংগ্রেসও এক দেশ এক ভোট নীতির বিরোধী
  • কেন্দ্রের  এক দেশ এক ভোটের প্রস্তাব অগণতান্ত্রিক
  • সংবিধানের মূল কাঠামোর  পরিপন্থি এই সিদ্ধান্ত
  • সমৃদ্ধ – শক্তিশালী গণতন্ত্র রক্ষায়  নীতি পরিত্যাগ করুক কেন্দ্র
  • রামনাথ কোবিন্দকে চিঠিতে বার্তা মল্লিকার্জুন খাড়্গের
  • তৃণমূল,ডিএমকের পর কংগ্রেসও প্রস্তাব বাতিলের পক্ষে

চার পাতার চিঠিতে ১৭ দফা পরামর্শ দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর বক্তব্য, কংগ্রেস এবং দেশের মানুষের পক্ষে উচ্চ পর্যায়ের কমিটির প্রধানের কাছে বিনম্র অনুরোধ, সংবিধান ও সংসদীয় গণতন্ত্রের অপব্যবহার যেন না করা হয়। ইন্ডিয়া  জোটের সদস্যদের   মতে, বিজেপি নরেন্দ্র মোদীকে সামনে রেখে লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে করিয়ে, কেন্দ্রের পাশাপাশি সব রাজ্যে ক্ষমতা দখল করতে চাইছে। তাই কংগ্রেস সভাপতি  কমিটির চেয়ারম্যান হিসেবে কোবিন্দকে আবেদন জানিয়েছেন, তিনি যেন কেন্দ্রীয় সরকারকে প্রাক্তন রাষ্ট্রপতির পদ ও গরিমার অপব্যবহার করতে না দেন।  খড়্গের অভিযোগ, কমিটিতে বিরোধী শিবিরের প্রতিনিধিত্ব নেই।তাই একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে বিরোধীরা জনমত গড়ার কাজেও নামতে চায়।সবমিলিয়ে চব্বিশের ভোটের আগে এই ইস্যুতে বিজেপি বনাম অবিজেপি দলগুলোর বাগযুদ্ধ বেশ জমে উঠছে বলা যায়।

Free Access

Related Articles