দেশ

অসমে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত কংগ্রেস সাংসদ রাকিবুল হুসেন

Congress MP Rakibul Hussain attacked by miscreants in Assam

Truth Of Bengal: শুক্রবার অসমের নগাঁও জেলায় কংগ্রেস সাংসদ রাকিবুল হুসেনের উপর হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ অনুযায়ী, সাংসদ এবং তাঁর ব্যক্তিগত দেহরক্ষীকে মোটরবাইক থেকে টেনে নামিয়ে বেধড়ক মারধর করা হয়।

অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, এই হামলার কারণ খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই তিনি সমাজমাধ্যমে ১০ জন অভিযুক্তের নাম প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিয়োতে দেখা যাচ্ছে, মুখ ঢাকা হামলাকারীরা ক্রিকেট ব্যাট এবং লাঠি নিয়ে সাংসদের উপর চড়াও হয়েছেন এবং তাঁকে মাটিতে ফেলে মারধর করা হয়েছে। তবে আনন্দবাজার অনলাইন এই ভিডিয়োগুলোর সত্যতা যাচাই করেনি।

জানা গেছে, সাংসদ রাকিবুল হুসেন কংগ্রেসের একটি সভায় যোগ দিতে সামাগুড়ি যাচ্ছিলেন। সেই সময় রূপোহী থানার অন্তর্গত গুনোমারি গ্রামে এই হামলার ঘটনা ঘটে। উল্লেখ্য, রাকিবুল হুসেন ২০০১ থেকে ২০২১ সাল পর্যন্ত টানা পাঁচবার নগাঁওয়ের সামাগুড়ি বিধানসভা আসনে জয়ী হয়েছিলেন এবং একাধিকবার রাজ্যের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত বছর তিনি ধুবুড়ি লোকসভা আসন থেকে নির্বাচিত হন। এরপর সামাগুড়ির উপনির্বাচনে তাঁর পুত্রকে কংগ্রেস প্রার্থী করলেও, বিজেপি প্রার্থীর কাছে তিনি পরাজিত হন।

এই ঘটনার পর কংগ্রেস নেতৃত্বের তরফ থেকে কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং দোষীদের কঠোর শাস্তির দাবি উঠেছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।

Related Articles