রাহুলকে রাবণ সমতূল বানিয়ে পোস্টার বিজেপির, প্রধানমন্ত্রীকে শপথবাক্য মনে করালেন প্রিয়াঙ্কা
আপনারা আর কতটা নীচে নামাতে চান?

The Truth of Bengal: পাঁচ রাজ্যের নির্বাচনসহ চব্বিশের সাধারণ নির্বাচন এখনও অনেকটাই দেরি। তার আগেই রাজনৈতিক যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। কংগ্রেসকে পর্যুদস্ত করতে রাহুলকে নিশানা করল বিজেপি নেতৃত্ব। রাবণের দশাননের আদ রাহুলের মুখ বসিয়ে একটি পোস্টা তৈরি করে সেটি প্রচার করা বিজেপি। এমনই অভিযোগ আনলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। পাশাপাশি তিনি তোপ দাগলেন প্রধানমন্ত্রীকে নিশানা করে।
নীরব মোদি, ললিত মোদিদের পাশে নরেন্দ্র মোদিকে বসিয়ে নিশানা বানাতে গিয়ে সমগ্র মোদি পদবীধারীদেরই কার্যত চোর বলেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তার জন্য আইন আদালতে কম ঝড় পোহাতে হয়নি। সেই পর্ব এখন অনেকটাই ধুলোচাপা, সুপ্রিম কোর্টের পদক্ষেপে ফিরে পেয়েছেন সাংসদপদ। যদিও তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে আক্রমণ করতে ছাড়েননি। এবার পাল্টা আক্রমণাত্মক ভাবে ময়দানে নামল বিজেপি নেতৃত্ব।
বিজেপি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি গ্রাফিক্স ছবি প্রচার করেছে, সেখানে দেখা গিয়েছে, পৌরাণিক চরিত্রের পোশাকে সাতটি মুখ নিয়ে দাঁড়িয়ে রাহুল গান্ধী। এক ঝলকে দেখলে মনে হবে, রাবণের অনুকরণে তৈরি করা হয়েছে ছবিটি। এই ছবি ভাইরাল হতেই, ভাইয়ের হয়ে ময়দানে নেমেছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। তিনি এক্স প্লাটফর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে ট্যাগ করে লিখেছেন, রাজনীত এবং বিতর্ককে আপনারা আর কতটা নীচে নামাতে চান? আপনাদের পার্টির অফিসিয়াল ট্যুইট হ্যান্ডেল থেকে যে ছবি পোস্ট করা হয়েছে, তাতে কি আপনারা সহমত? খুব বেশি দিন হয়নি, আপনি কি ভুলে গেছেন আপনার শপথ প্রতিশ্রুতি?
প্রসঙ্গত বিজেপি তাদের অফিসিয়াল এক্স প্লাটফর্মে গ্রাফিক্স ছবি পোস্ট করার পাশাপাশি লিখেছে, ভারত বিপদের মধ্যে রয়েছে। এ একজন শয়তান, অধার্মিক, রাম বিরোধী। এর লক্ষ্য ভারতকে ধ্বংস করা। বলা বাহুল্য বিজেপির তরফে এমন আক্রমণের পরেই বিতর্ক জোরালো হিসেবে দেখা দিয়েছে রাজনৈতিক মহলে।