দেশ

তৃণমূলকে আসন ছাড়তে রাজি কংগ্রেস

Congress is willing to leave Trinamool seats

The Truth of Bengal: সম্প্রতি কলকাতায় এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্তে সাক্ষাৎ করেন দলের অসম রাজ্য সভাপতি রিপুন বোরা। আসন্ন লোকসভা নির্বাচনে অসমে প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস, বৈঠক থেকে কার্যত এই বিষয়টি চূড়ান্ত হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে অসমে দুই থেকে পাঁচটি আসনে প্রার্থী দিতে চাইছে তৃণমূল৷ অসম থেকে সে খবর পৌঁছে গিয়েছে দিল্লিতে। প্রাথমিকভাবে কংগ্রেসের এই বিষয়ে কোনও আপত্তি নেই বলেই জানা গিয়েছে।

তবে তারা আগে দেখতে চাইছে তৃণমূল অসমে কটি আসনে লড়তে চাইছে।মুম্বইয়ে ‘ইন্ডিয়া’র বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের দাবি ছিল দ্রুত আসন সমঝোতা করা হোক৷ আসন বন্টন নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার হয়েছিল তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, শিব সেনা-র মতো দলগুলি। তাদের বক্তব্য ছিল, আসন সমঝোতার বিষয়টি স্পষ্ট হলে এখন থেকেই ভোট যুদ্ধে ঝাঁপিয়ে পড়া যাবে৷ তবে  কংগ্রেস এক্ষেত্রে ‘ধীরে চলো’ নীতি নিয়েছে।

যদিও কংগ্রেস এখন পাখির চোখ করছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনকে। কারণ, পাঁচ রাজ্যে ভাল ফল হলে আসন রফা নিয়ে আরও বেশি করে দর কষাকষি করতে পারবে তারা। তবে অসমে তৃণমূলকে আসন ছাড়তে আপত্তি নেই কংগ্রেসের৷ অসমে কংগ্রেসের এক সর্বভারতীয় নেতার কথায়, তৃণমূল যদি অসমে প্রার্থী দিতে চায়, তবে তাতে কোনও অসুবিধা হবে না৷ অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের মত, কংগ্রেস তৃণমূলের সঙ্গে আসন সমঝোতায় গেলে চাপ বাড়বে গেরুয়া শিবিরের।

Free Access

Related Articles