মনোনয়ন বাতিল হওয়া কং-প্রাথী নিখোঁজ ,সুরাটে নির্বাচন করার দাবি কংগ্রেসের
Congress candidate whose nomination was canceled is missing, Congress demands to hold elections in Surat

The Truth Of Bengal : ভোট শেষ হওয়ার আগেই একটি আসনে জিতে গিয়েছে বিজেপি। গুজরাটের সুরাটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন বিজেপি প্রার্থী মুকেশকুমার চন্দ্রকান্ত দালাল। ১৫ জন মনোনয়ন জমা দিলেও নানা ত্রুটির জন্য সাত জনের বাতিল হয়ে যায়। বাকি আট জন মনোনয়ন প্রত্যাহার করে নেন।
তবে কংগ্রেসের প্রার্থীর মনোনয়ন বাতিল নিয়ে চলছে বিতর্ক। কারণ একমাত্র হেভিওয়েট প্রার্থী ছিলেন তিনি। এখন নিখোঁজ কংগ্রেসের হয়ে মনোনয়ন দেওয়া নীলেশ কুম্ভানি। রাজ্য রাজনীতিতে জোর জল্পনা, তিনি নাকি এবার যোগ দেবেন গেরুয়া শিবিরে। সুরাটে নতুন করে নির্বাচনী প্রক্রিয়া শুরু করার দাবিতে সরব হচ্ছে কংগ্রেস।নীলেশ কুম্ভানির মনোনয়ন বাতিলের পেছনে রাজনীতি আছে অভিযোগ তুলেছে কংগ্রেস। যদিও কমিশন জানিয়েছে, মনোনয়নপত্রে ৩ জন প্রস্তাবকের নাম ও সই দরকার। কংগ্রেস প্রার্থীর মনোনয়নপত্রে যাঁদের নাম ও সই ছিল পরে তাঁরা অভিযোগ করে জানান তাঁদের সই নকল করা হয়েছে। এই বিতর্ক ওঠায় বাতিল হয়ে যায় কংগ্রেস প্রার্থীর মনোনয়ন।
তারপর সুরাট কেন্দ্রে আর যারা যারা মনোনয়ন দিয়েছিলেন তাঁরা একে একে প্রত্যাহার করে নেন মনোনয়ন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যান বিজেপি প্রার্থী মুকেশ দালাল। সুরাটের এই ঘটনা নিয়ে রাজনৈতিক বিতর্ক অব্যাহত। কংগ্রেসের হয়ে মনোনয়নপত্র জমা দেওয়া নীলেশ কুম্ভানির আর খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁকে ফোনে পাওয়া যাচ্ছে না। বাড়িতেও তালা পড়েছে। গুজরাট রাজ্য রাজনীতিতে জল্পনা চলছে, নীলেশ কুম্ভানি এবার যোগ দেবেন গেরুয়া শিবিরে।