দেশ

জামিন নিয়ে বচসা, বিচারকের সাথে হাতাহাতি আইনজীবীদের! ধুন্ধুমার উত্তরপ্রদেশে

Complaining about the bail, lawyers fighting with the judge! Dhundhumar in Uttar Pradesh

Truth Of Bengal : ঘটনার সূত্রপাত জামিনের আবেদন নিয়ে। তার জেরে শুরু হয় বচসা। এরপর সেই বচসা একসময় পৌঁছায় হাতাহাতি। এরপর চলে ভাঙচুর, লাঠিচার্জ। কার্যত রণক্ষেত্রের চেহারা নিল উত্তপ্রদেশের গাজিয়াবাদের আদলত। এবারে একটু খোলসা করে বলা যাক। মঙ্গলবার গাজিয়াবাদের আদলতে চলছিল মামলা। এদিন একটি জামিনের আবেদন নিয়ে বিচারকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এক আইনজীবী। সেই খবর নিমেষের মধ্যেই চাউর হয়ে যায় গোটা আদালতে। এরপরই আদালতের অন্যান্য আইনজীবীরা দৌড়ে আসেন বিচারকের চেম্বারে। ধীরে ধীরে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে শুরু করে।

অভিযোগ, আইনজীবীরা বিচারককে ঘিরে ধরে মারমুখী হয়ে ওঠেন। চালানো হয় ভাঙচুর। চলে ধস্তাধস্তিও। পরুস্থিতি চলে যায় হাতের বাইরে। নিয়ন্ত্রনে উপস্থিত হয় পুলিশ। নামানো হয় আধাসেনা। তার পর আইনজীবীদের তাড়া করে বিচারকের চেম্বার থেকে বার করা হয়। আইনজীবীদের কবল থেকে মুক্ত করা হয় বিচারককে।

স্থানীয় সূত্রে খবর, হাতাহাতিতে বেশ কয়েক জন আইনজীবী আহত হয়েছেন। বিচারকের চেম্বার থেকে বাইরে বেরিয়ে আইনজীবীরা আদালত চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশ এবং আধাসেনার বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন আইনজীবীরা। বার অ্যাসেসিয়েশন এই আইনজীবীদের উপর হামলার নিন্দা করেছে।

Related Articles