২৫-এর শুরুতেই স্বস্তির খবর! কমল গ্যাসের দাম
Commercial LPG prices slashed across india check new price

Truth Of Bengal: নতুন বছরের শুরুতেই স্বস্তির খবর। কমল গ্যাসের দাম। ১ জানুয়ারি থেকে অনেকটাই কমল ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম ।
কোন শহরে গ্যাসের কত দাম হল–
কলকাতা- কলকাতায় গ্যাসের দাম কমে হল ১৯১১। এর আগে দাম ছিল ১৯২৭। কলকাতায় ১৬ টাকা কমেছে দাম।
দিল্লি– দিল্লিতে আগে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম ছিল ১৮১৮.৫০ টাকা। দাম কমায় নতুন দাম ১৮০৪ টাকা। অর্থাৎ, ১৪.৫ টাকা কমল গ্যাসের দাম। তবে, ১৪ কিলোগ্রাম ওজনের রান্নার গ্যাসের মূল্যর কোনও হেরফের হয়নি।
মুম্বই– মুম্বইতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম ১৭৭১ থেকে কমে ১৭৫৬ টাকা হল। ১৫ টাকা কমল দাম।
চেন্নাই– চেন্নাইতে দাম ১৯৬৬ টাকা। বিহারে ২০৭২.৫০ টাকা থেকে দাম কমে দাঁড়িয়েছে ২০৫৭ টাকা। তবে, বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও ঘরোয়া গ্যাসের দামে কোনও পরিবর্তন আনা হয়নি। ২০২৩ সালের অগাস্টে শেষবার ঘরোয়া গ্যাসের দাম কমানো হয়েছিল ১০০ টাকা। ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৮০৩ টাকাই থাকছে।
দেখা যায় প্রায় ছ মাস অন্তর বাণিজ্যিক রান্নার গ্যাসের দামে বদল আসে। ২০২৪-এর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত দাম বেড়েছিল লাগাতার। গ্যাসের দাম কমায় কিছুটা হলেও স্বস্তিতে দেশবাসী।