বন্ধ হচ্ছে পাসপোর্টের অনলাইন পোর্টাল! কতদিন বন্ধ থাকবে পোর্টাল?
Closing the passport online portal! How long will the portal be closed?

Truth Of Bengal: যারা নতুন পাসপোর্ট করতে যাচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ খবর। পাঁচদিন বন্ধ থাকবে পাসপোর্টের অনলাইন পরিসেবা। এমনটাই বৃহস্পতিবার সকালে বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে। এই সময় মিলবেনা কোনো আবেদন কিংবা অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের মত পরিসেবা। বৃহস্পতিবার রাত ৮টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে পাসপোর্ট সেবা পোর্টাল।
প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণের কারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছেন। তবে এই পাঁচ দিনে কোন মানুষকে যাতে অসুবিধায় না পরে, সেদিকে বিশেষ নজর রাখছে কেন্দ্রীয় সরকার। ৩০ আগস্টের মধ্যে যে সকল আবেদন পড়েছে। সে গুলির জন্য নতুন সময়সূচি জানানো হবে। এই পাঁচদিন শুধু সাধারণ মানুষ নয় বিদেশ মন্ত্রক, রিজিওনাল পাসপোর্ট অফিস, ব্যুরো অফ ইমিগ্রেশন, ইন্ডিয়া সিকিওরিটি প্রেস, ডিপার্টমেন্ট অফ পোস্ট এবং পুলিশও এই পাঁচ দিন পাসপোর্ট সেবা পোর্টাল থেকে পরিষেবা পাবেন না।বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া।
মানুষের পরিষেবার সঙ্গে সম্পর্কযুক্ত বিষয়গুলির ক্ষেত্রে রক্ষণাবেক্ষণের কাজ আগে থেকে পরিকল্পনা করা হয় যাতে জনসাধারণ সমস্যার মুখোমুখি না হন। সাধারণ মানুষের কথা চিন্তাভাবনা করেই অ্যাপয়েন্টমেন্টগুলির জন্য নতুন সময় নির্ধারিত করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে। ২৯ আগস্ট রাত ৮টা থেকে ২ সেপ্টেম্বর সকাল পর্যন্ত সারাদেশে পাসপোর্ট বিভাগের পোর্টাল বন্ধ থাকবে। উল্লেখ্য প্রতি দিন নতুন পাসপোর্টের আবেদন করা কিংবা পাসপোর্ট পুনর্নবীকরণের জন্য রোজ পোর্টালটি ব্যবহার করেন বহু মানুষ। পাঁচদিন এই পোর্টালটি বন্ধ থাকার কারণে সমস্যার মুখে পড়বে অনেকেই।