রাজ্যসভা ভোটের আগে চরম অস্বস্তিতে সমাজবাদী পার্টি, দল ছাড়লেন মুখ্যসচেতক বিধায়ক মনোজ কুমার পাণ্ডে
Chief MLA Manoj Kumar Pandey left the party

The Truth Of Bengal : উত্তরপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে বেজায় অস্বস্তিতে সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। মঙ্গলবাল সকালে পদত্যাগ করেছেন উত্তরপ্রদেশ বিধানসভায় সমাজবাদী পার্টির মুখ্যসচেতক তথা উনছাহার বিধায়ক মনোজ পান্ডে। অন্যদিকে সোমবার অখিলেশের ডাকা নৈশভোজে আসেননি ৮ বিধায়ক। দুয়ে মিলে ক্রস ভোটিংয়ের সম্ভাবনা বাড়ছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ইতিমধ্যেই কংগ্রেসের সঙ্গে জোট করে ৬৩ টি আসনে লড়বে বলে ঘোষণা করা হয়েছে। এবিষয়ে অখিলেশ যাদব বলেন, নৈশভোজের অনুষ্ঠানে না থাকার পরই এই বিধায়কদের নিয়ে চিন্তা ছিল।
তাঁদেরকে হয়তো মোটা অর্থের প্যাকেজের লোভ দেখানো হয়েছে। বিজেপি এই কায়দায় সমাজবাদী পার্টিকে কায়দা করতে চাইছে। তবে সমাজবাদী পার্টির কোনও সমস্যা নেই। যারা বিজেপিতে যেতে চাইছেন যেতে পারেন। প্রসঙ্গত, চলতি বছরে রাজ্যসভায় ৫৬ টি আসন খালি হয়। এর মধ্যে ৪১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়লাভ করেছেন। বাকি আসনের মধ্যে ১০ টি আসন রয়েছে উত্তর প্রদেশে, কর্ণাটকরে রয়েছে ৪ টি আসন ও হিমাচল প্রদেশে রয়েছে একটি আসন। উত্তর প্রদেশে ১০ টি আসনের মধ্যে ১১ প্রার্থী রয়েছেন। সেখানে ৮ টি আসনে বিজেপির প্রার্থী রয়েছে। বাকি তিনটি আসনে লড়ছে প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি। বিজেপি আটটি আসনেই জয়ের বিষয়ে আশাবাদী।
উল্লেখ্য, লোকসভা ভোটের আগে সমস্ত রাজ্যেই দলবদলের হিড়িক পড়ে গিয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই শক্ত হচ্ছে বিজেপির হাত। রাজ্যসভা ভোটের হাল দেখে চিন্তায় অখিলেশ। ইন্ডিয়া জোটের আসন ভাগভাগির পর আগামী এপ্রিলের নির্বাচনে ৬৩ আসনে দাঁড়ানোর কথা সমাজবাদী পার্টির প্রার্থীদের। যদিও তার আগে দলবদলের অশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই মঙ্গলবার সকাল থেকে উত্তরপ্রদেশ বিধানসভায় শুরু হয়েছে রাজ্যসভার ভোট। ভোট দিতে বিধানসভায় আসেন অখিলেশ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, দুই উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য, ব্রজেশ পাঠক প্রমুখ।
FREE ACCESS