চিতাদের ঘরে ঢুকে পড়ল বাঘ! আবারও শিরোনামে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যান
Cheetah entered the tiger! Madhya Pradesh's Kuno National Park is once again in the headlines

The Truth Of Bengal : আবারও শিরোনামে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যান। দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়া থেকে আনা চিতাদের ঘরে ঢুকে পড়ল রাজস্থানের বাঘ! এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে সেখানে থাকা চিতাদের নিরাপত্তা নিয়ে। জানাগিয়েছে, রাজস্থান থেকে একটি বাঘ কয়েকদিন আগে কুনোতে ঢুকে পড়ে। এনিয়ে জাতীয় উদ্যানটির ডিরেক্টর উত্তম শর্মা রবিবার জানিয়েছেন, “কুনোতে দুই-তিনদিন আগে একটি বাঘের থাবার চিহ্ন দেখতে পাওয়া গিয়েছিল।” তবে এই ঘটনায় সেখানে থাকা চিতাদের ক্ষতির কোনও আশঙ্কা নেই সেই বিষয়ে আশ্বস্ত করেছেন তিনি।
কেএনপির ডিরেক্টর জানিয়েছেন, চিতাদেরকে ঘেরাটোপ এর মধ্যে রাখা হয়েছে। তাই চিতাদের সরাসরি বাঘের থেকে ক্ষতির কোনও সম্ভাবনা নেই। এই বিষয়ে কুনোর আধিকারিকদের বক্তব্য, যে বাঘটির উপস্থিতির খবর মিলেছে তার বয়স তিনের কাছাকাছি। সেটি রাজস্থানের রণথম্ভোর টাইগার রিজার্ভ থেকে সংরক্ষিত বনে ঢুকে পড়েছিল। যার দূরত্ব কুনো থেকে প্রায় ১০০ কিলোমিটার। এই মুহূর্তে কুনো জাতীয় উদ্যানে ৭টি পুরুষ চিতা, একটি স্ত্রী চিতা ও একটি শাবক রয়েছে। উল্লেখ্য, ভারতের জঙ্গলে পুনরায় চিতা ফিরিয়ে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সেই প্রকল্প অনুযায়ী ২০২২ এর ১৭ সেপ্টেম্বর নামিবিয়া থেকে আটটি চিতা আনা হয়েছিল ভারতে। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা থেকে আরও ১২টি চিতা আসে ভারতে। যাদের রাখা হয় মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে। কিন্তু গত কয়েক মাসে সেখানে মৃত্যু হয়েছে ৯টি চিতার। বিতর্ক দানা বাঁধে চিতার গলায় থাকা রেডিও কলার নিয়ে। সম্প্রতি এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্টও। শীর্ষ আদালতে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল কেন্দ্রকে।
FREE ACCESS