আয়কর, এসটিটি, টিডিএস, আধার কার্ড সম্পর্কিত নিয়মে বদল, জানুন কবে থেকে কার্যকর
Changes in Income Tax, STT, TDS, Aadhaar Card related rules, know when effective

Truth Of Bengal: চলতি বছরের ১ অক্টোবর থেকে পরিবর্তন হতে চলেছে ট্যাক্সের নিয়ম। শেয়ার বাজারের ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং-এর ক্ষেত্রে ধার্য করা সিকিউরিটিজ ট্রানজাকশান ট্যাক্স, টিডিএস রেট, ডাইরেক্ট ট্যাক্স বিবাদ সে বিশ্বাস স্কিম ২০২৪-এ করা পরিবর্তনগুলি চালু হতে চলেছে, যা আপনার জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ।
২০২৪-২৫ আর্থিক বছরের জন্য সম্পূর্ণ বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আয়কর সম্পর্কিত বেশ কয়েকটি পরিবর্তন ঘোষণা করেছিলেন, যেটা ২০২৪-এর ১ অক্টোবর থেকে কার্যকর হতে চলেছে।
নিরাপত্তায় লেনদেনে কর বৃদ্ধি:
বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী শেয়ারের ফিউচার এন্ড অপশন ট্রেডিং-এ সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স বাড়ানোর ঘোষণা করেছিলেন। বর্তমানে এসটিটি ০.১% রয়েছে তবে ১ অক্টোবর থেকে সেটা ২.০ শতাংশ হয়ে যাবে। অর্থাৎ বিনিয়োগকারীদের ডেরিভেটিভস ট্রেড করার জন্য আরও অধিক কর দিতে হবে। অর্থবিলের পাশাপাশি আই কার্ডের এই সংশোধনীও পাশ হয়েছে।
শেয়ার সম্পূর্ণ তুলে নেওয়ায় ক্ষেত্রে ট্যাক্স বসানো হয়েছে:
১ অক্টোবর থেকে শেয়ার হোল্ডাররা যখন নিজেদের সম্পূর্ন শেয়ার তুলে নেবেন তখন তুলে নেওয়া লাভের উপর কর দিতে হবে। শেয়ার কেনার সময় বিনিয়োগকারীদের খরচের উপর নজর রাখা হবে, এর জেরে বিনিয়োগকারীদের উপর করের বোঝা বাড়তে পারে।
ফ্লোটিং রেট বন্ড টিডিএস:
বাজেটে ঘোষণা করা হয়েছিল যে, কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের বন্ড বা ফ্লোটিং রেট বন্ড এর উপর আগামী ১ অক্টোবর ২০২৪ তারিখ থেকে ১০ শতাংশ হরে টিডিএস কাটা হবে। এই পরিবর্তনের ফলে বন্ডে বিনিয়োগ থেকে আয় ১০,০০০ টাকার বেশি হলে, ১০ শতাংশ হারে টিডিএস দিতে হবে। কিন্তু উপার্জন ১০,০০০ টাকার কম হলে কোনও টিডিএস দিতে হবে না।
টিডিএস-হারের পরিবর্তন:
আয়করের 19DA, 194H, 194IB, 194M ধারার অধীনে টিডিএস এর হার ৫% থেকে ২% কমিয়ে আনা হয়েছে। ই-কমার্স অপারেটরদের জন্য টিডিএস-এর হার এক শতাংশ থেকে কমিয়ে ০.১ শতাংশে আনা হয়েছে। সিবিডিটি ঘোষণা করেছে যে এগুলি ২০২৪ এর ১ অক্টোবর থেকে কার্যকর হবে।
আধার সম্পর্কিত পরিবর্তন:
PAN এর অপব্যবহার এবং সদৃশতা রোধ করার জন্য, আয়কর রিটার্ন দাখিল করার সময় বা PAN-এর জন্য আবেদন করার সময় আধার নম্বরের পরিবর্তে আধার নথিভুক্তকরণ আইডি প্রদানের বিধান আর প্রযোজ্য হবে না।