দেশ
Trending

বড় ঘোষণা! ভোটের জন্য বদলে গেল পরীক্ষার তারিখ! কবে হবে পরীক্ষা? জেনে নিন

Changed the exam date for the vote! When will the test?

The Truth Of Bengal : দেশজুড়ে উৎসব। গণতন্ত্রের উৎসব মেতেছে দেশ। ১৯এপ্রিল থেকে ১জুন টানা চলবে ভোট। ৭দফায় ভোটের আয়োজন করেছে কমিশন। আর এই ভোটের জন্য পিছিয়ে গেল পরীক্ষার তারিখ। জয়েন্ট থেকে ইউপিএসসি,নিট পিজি সহ একাধিক পরীক্ষার দিন বদল হয়েছে।

ন্যাশানাল টেস্টিং এজেন্সি- এই পরীক্ষা এনটিএ নামেই পরিচিত। আগে ঠিক ছিল এই সেশনের পরীক্ষা হবে ৪এপ্রিল থেকে ১৫ এপ্রিল,এখন সেই তারিখ বদল হয়ে দাঁডি়য়েছে ৪এপ্রিল থেকে  ১২ এপ্রিল।

এমএইচটি-সিইটি- এই পরীক্ষার সূচিতেও বদল আনা হয়েছে।আগে এই পরীক্ষার দিন ঠিক করা হয়,১৬ এপ্রিল থেকে ৩০ এপ্রিল হবে।কিন্তু ভোটের কথা মাথায় রেখে পরীক্ষার দিন বদল হয়েছে।এখন ২মে থেকে ১৭মে-র মধ্যে এই পরীক্ষা হবে।

টিএস ইএপিসিইটি-২০২৪

এই পরীক্ষার শিফট পরিবর্তন হয়েছে।৯,১০,১১,১২ তারিখের পরীক্ষার সময় বদলেছে।৯টা ১২টা এবং ৩টে থেকে ৬টার মধ্যে এই পরীক্ষা হবে।

ইউপিএসসি সিভিল সার্ভিস –এই পরীক্ষা ১৬ জুন হবে।আগে এই পরীক্ষার দিন ধার্য হয় ২৬ মে।

নিট পিজি-২৩জুনের নিট পিজি পরীক্ষার দিনও স্থগিত রাখা হয়েছে।প্রত্যাশা করা হচ্ছে ১৫জুলাই এই পরীক্ষার ফলাফল বেরোবে।

যদিও জি-অ্যাডভান্স ও নিট ইউজি পরীক্ষার কোনও দিন বদল হচ্ছে না

জি-অ্যাডভান্স পরীক্ষা যথারীতি ২৬মে হবে এবং নিট ইউজির পরীক্ষা হবে ৫মে।

সিইউইটি ইউজি পরীক্ষা অনিশ্চিত

আগে ঠিক হয়েছিল সিইউ টি ইউজি পরীক্ষা হবে ১৫ মে থেকে ৩১ মে হবে।ন্যাশানাল টেস্টিং এজেন্সি মনে করছেন নির্বাচনের জন্য দিন বদল করতে হবে।

Related Articles