দেশ

আজ থেকে ইউপিআইয়ের পেমেন্টের নিয়মে বদল

Change in UPI payment rules from today

Truth Of Bengal: মৌ বসু: আজ শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ থেকে ইউপিআই লাইট ব্যবহারকারীদের জন্য ২টি নতুন নিয়ম চালু হল। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে যে, আজ থেকে ইউপিআই লাইট (UPI Lite) ব্যবহারকারীরা ইউপিআই পেমেন্ট পরিষেবা মারফত আরও বেশি আর্থিক লেনদেন করতে পারবে এবং ওয়ালেট লিমিটও বাড়ানো হয়েছে।

আগে ইউপিআই লাইট ব্যবহারকারীরা একটি লেনদেনে ৫০০ টাকা পাঠাতে পারতেন, যা আজ ১ নভেম্বর থেকে বাড়িয়ে ১,০০০ টাকা করা হয়েছে। এছাড়া ইউপিআই লাইট ওয়ালেটে এখন ৫,০০০ টাকা পর্যন্ত রাখা যাবে, যা আগে কেবল ২,০০০ টাকা পর্যন্ত রাখা যেত। যদিও দৈনিক খরচ আগের মতোই ৪,০০০ টাকা পর্যন্ত করা যাবে।

এর পাশাপাশি সাধারণ ইউপিআই এর মতো ইউপিআই লাইট এর ক্ষেত্রেও অটো টপ আপ ফিচারের সুবিধা পাওয়া যাবে। এবার থেকে ইউপিআই লাইট ফিচার ব্যবহারকারীরা নয়া ২টো অটো টপ আপ ফিচারের সুবিধা পাবেন। এবার থেকে ওয়ালেটে টাকা কমে গেলে ব্যবহারকারীদের আর ম্যানুয়ালি রিচার্জ করার প্রয়োজন পড়বে না। বরং অটো টপ আপ ফিচারের দৌলতে স্বয়ংক্রিয়ভাবে টাকা যোগ হয়ে যাবে।

ব্যবহারকারীরা মিনিমাম ব্যালেন্স সেট করে রাখতে পারবেন। সেখানে ব্যালেন্স চলে এলে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা ওয়ালেটে যোগ হয়ে যাবে। দিনে সর্বোচ্চ ৫ বার এই সুবিধা পাওয়া যাবে। ইউপিআই পিন ছাড়াই ছোটখাটো লেনদেন করার জন্য ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই) বিশেষ পরিষেবা ইউপিআই লাইট এনেছে।

Related Articles