
The Truth of Bengal: চাঁদের বাড়ি পৌঁছে যেতে আর মাত্র কিছুটা পথ বাকি। চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ করতে করতে চন্দ্রযান-৩ ক্রমশ সেই দূরত্ব কমিয়ে আনছে। বুধবার শেষ পর্বে পৌঁছে যাবে ভারতের চন্দ্রযান। এরপরেই নামবে চাঁদের মাটিতে। গত ১৪ আগস্ট ISRO জানিয়েছিল, সফল ভাবে চন্দ্রযানের আরও একটি কক্ষপথ পরিবর্তন হয়েছে। বুধবার রাতে পঞ্চম ‘অরবিট রিডাকশন ম্যানুভার’ প্রক্রিয়া সম্পন্ন হবে। এ ভাবেও শেষ ধাপ পার করবে চন্দ্রযান। বুধবার তাই চন্দ্রযান ৩-এর মহাপরীক্ষা। এদিন নির্দিষ্ট করা হবে যে চন্দ্রযান ৩ চাঁদের কোন দিকে অবতরণ করতে চলেছে। তার আগে প্রোপালশন মডিউলের মাধ্যমে ছিন্ন হবে ল্যান্ডার বিক্রম। এরপর চাঁদের মাটিতে নামার পালা।
চন্দ্রযান ৩ এই মুহূর্তে রয়েছে ১৫০ কিলোমিটার X ১৭০ কিলোমিটার কক্ষপথে। চাঁদ থেকে চন্দ্রযানের দূরত্ব এখন কমে দাঁড়িয়েছে ২০০ কিলোমিটার।গত ১৪ জুলাই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হয়েছিল। সফল ভাবে যাত্রা শুরু করে এগিয়ে যাওয়া চন্দ্রযান আগামী ২৩ অগাস্ট চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করবে। এতগুলি ধাপ পার করে চাঁদের কাছে পৌঁছে যাওয়া চন্দ্রযানের ল্যান্ডার ‘বিক্রম’-কে সফল ভাবে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করানোই চ্যালেঞ্জ ইসরোর বিজ্ঞানীদের কাছে। ল্যান্ডার ‘বিক্রম’ সফট ল্যান্ডিংয়ের পর আলাদা হয়ে যাবে রোভার ‘প্রজ্ঞান’। চাঁদের দুর্গম দক্ষিণ মেরুতে অভিযান চালানোই এবারের মিশনের মূল লক্ষ্য।
চাঁদের মাটির চরিত্র, বিভিন্ন খনিজ পদার্থের উপস্থিতি সংক্রান্ত তথ্য সংগ্রহ করবে প্রজ্ঞান। পাশাপাশি, যে অঞ্চল দিয়ে প্রজ্ঞান চলাচল করবে সেখানকার চাঁদের জমিতে অশোকস্তম্ভ এবং ইসরোর প্রতীক আঁকা হবে।উৎক্ষেপণের পর চন্দ্রযানকে একেবারে চাঁদের কাছকাছি পৌঁছে দিয়েছেন বিজ্ঞানীরা। এবার চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩ থেকে ল্যান্ডার বিক্রম সফল ভাবে চাঁদের মাটি ছোঁওয়ার অপেক্ষা। রোভার প্রজ্ঞানকে সঠিক ভাবে অবতরণ করতে পারলে ভারতীয় মহাকাশ অভিযানের ইতিহাস নতুন মাত্রা পাবে। গত এক দশকে চিনের পর আরও কোনও দেশের মহাকাশযান সফল ভাবে চাঁদে অবতরণের নজির গড়বে। আমেরিকা, রাশিয়া, চিনের পরে চতুর্থ দেশ হিসাবে ইতিহাসে নাম তুলবে ভারত।