দেশ

তিরুপতি মন্দিরে পুজো দিলেন চন্দ্রবাবু নায়ডু

Chandrababu Naidu offers prayers at Tirupati temple

Truth Of Bengal:  অহিন্দু কর্মীদের জন্য কাজ থাকবে না অন্ধ্রের তিরুপতি মন্দিরে। সে রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এই স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। তাঁর স্পষ্ট উক্তি, “তিরুপতির মতো হিন্দু মন্দিরে কেবলমাত্র উচিত হিন্দুদেরই কাজ করা। বর্তমান সময়ে যারা কাজ করছেন, তাদের মধ্যে কেউ অহিন্দু থাকলে তাদের সরিয়ে দেওয়া বাঞ্চনীয়”।

শুক্রবারই তিরুপতি মন্দিরে পুজো দিয়েছেন চন্দ্রবাবু নায়ডু তাঁর নাতির জন্য। পুজো শেষে মন্দিরের উন্নতিতে একাধিক প্রকল্প ঘোষণা করেন তিনি। সেইসঙ্গে মুমতাজ হোটেলের প্রকল্প বাতিলেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেরাজ্যের মুখ্যমন্ত্রীর সাফ কথা, “তীর্থক্ষেত্রের পবিত্রতা নষ্ট করা যাবে না। তিরুপতি মন্দিরে কাজ করা উচিত নয় অহিন্দুদের।”

প্রসঙ্গত, অহিন্দুদের তিরুপতি মন্দিরে কাজ করা নিয়ে বহুদিন ধরেই চলছে বিতর্ক। প্রায় দেড় মাস আগেও তিরুপতি মন্দিরে স্বেচ্ছায় অবসর নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল প্রায় ১৮ জন অহিন্দুকে। যা নিয়ে শুরু হয়েছিল তুমুল বিতর্ক। তখনই তিরুমালা তিরুপতি দেবস্থানম বোর্ডের অধ্যক্ষ জানান, কেবলমাত্র হিন্দুকর্মীই দেবস্থানে কাজ করতে পারবেন। ধর্মীয় আস্থার সঙ্গে কোনও আপোস নয় বলেও জানিয়ে দেওয়া হয়েছে। বোর্ডের তরফ থেকে জানানো হয়, মন্দিরে অহিন্দু কর্মরতদের সরিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে।

Related Articles