ঋতুকালীন স্বাস্থ্যনীতি তৈরি, সুপ্রিম কোর্টে জানালো কেন্দ্র
Center told Supreme Court to formulate seasonal health policy

Truth Of Bengal: ২০২৩-এ ঋতুকালীন স্বাস্থ্যনীতি প্রস্তুত করার জন্য কেন্দ্রকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেইমতো নীতি তৈরি করে ফেলেছে কেন্দ্র এবং তাতে অনুমোদনও দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। সোমবার এক জনস্বার্থ মামলায় এ কথা শীর্ষ আদালতে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
এই মামলায় গত শুনানিতে কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, দেশের ৯৭.৫ শতাংশ স্কুলে ছাত্রীদের জন্য আলাদা শৌচালয় রয়েছে। কেন্দ্রের দেওয়া পরিসংখ্যান অনুসারে দেশের যে সকল বড় রাজ্যগুলো রয়েছে, তার মধ্যে পৃথক শৌচালয়ের নিরিখে শীর্ষে বাংলা। এ রাজ্যের ৯৯.৯ শতাংশ স্কুলে ছাত্রীদের জন্য আলাদা শৌচালয়ের ব্যবস্থা রয়েছে।
প্রসঙ্গত, ছাত্রীদের ঋতুস্রাবের সময় পরিচ্ছনতার বিষয়ে সর্বোচ্চ আদালতে জনস্বার্থ মামলা করেছেন কংগ্রেস নেত্রী জয়া ঠাকুর। তিনি আবেদন করেন, ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের জন্য স্কুলে স্কুলে বিনামূল্যে স্যানিটারি প্যাড বিলি করুক কেন্দ্র। এছাড়াও, সমস্ত স্কুলে ছাত্রীদের জন্য পৃথক শৌচালয়ের বন্দোবস্ত করার দাবিও জানান তিনি।
সুপ্রিম কোর্টে কেন্দ্র জানিয়েছে, ‘ঋতুকালীন স্বাস্থ্যবিধি নীতি’র মূল লক্ষ্য হল, সমাজে ঋতুস্রাব নিয়ে যা ভুল ধ্যান-ধারনা রয়েছে, তা ভাঙা। পাশাপাশি, ঋতুকালীন বর্জ্যের পরিবেশবান্ধব ব্যবস্থাপনার দিকেও জোর দেওয়া হয়েছে এই নীতিতে।