অনলাইনে ক্ষতিকর কনটেন্ট রুখতে নয়া আইনি পদক্ষেপ নেওয়ার পথে কেন্দ্র
Center on track to take new legal steps to curb harmful content online

Truth Of Bengal: বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মগুলির দ্রুত প্রসার ঘটছে। ইউটিউব চ্যানেলের সংখ্যা বেড়েই চলেছে, রিলসের জনপ্রিয়তা তুঙ্গে, এবং ওটিটি প্ল্যাটফর্মেও নিত্যনতুন ওয়েব সিরিজ মুক্তি পাচ্ছে। তবে এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অশ্লীল ও হিংসাত্মক কনটেন্টের পরিমাণ। এসব কনটেন্ট নিয়ন্ত্রণে বর্তমান আইনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে, আর সেই কারণেই নতুন আইনি ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় সরকার।
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বাক ও মত প্রকাশের স্বাধীনতার অপব্যবহার হচ্ছে। অনলাইনে আপত্তিকর কনটেন্ট সমাজে উদ্বেগ সৃষ্টি করছে। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের নেতৃত্বাধীন এক সংসদীয় স্থায়ী কমিটিকে মন্ত্রক জানিয়েছে যে, ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে কড়া নিয়ন্ত্রণের দাবি ক্রমশ জোরালো হচ্ছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রণবীর এলাহাবাদিয়ার আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে বিতর্কের ঝড় উঠেছে। সুপ্রিম কোর্ট সহ বিভিন্ন উচ্চ আদালত, সংসদ সদস্য এবং জাতীয় মহিলা কমিশনও এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। এই ঘটনাকে মাথায় রেখেই সরকার ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ন্ত্রণ বাড়ানোর পরিকল্পনা করছে।
সংসদীয় স্থায়ী কমিটি গত ১৩ ফেব্রুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে জানতে চেয়েছিল, বর্তমান আইন সংশোধন করা প্রয়োজন কি না। ২৫ ফেব্রুয়ারির পরবর্তী বৈঠকের আগেই মন্ত্রক জানিয়েছে, আলোচনা শেষে এবিষয়ে বিস্তারিত রিপোর্ট পেশ করা হবে।
সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই পর্যবেক্ষণ করেছে যে, ইউটিউব এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের কনটেন্ট নিয়ন্ত্রণের ক্ষেত্রে আইনে কিছু ফাঁক রয়েছে। মুদ্রণ ও বৈদ্যুতিন মাধ্যমের জন্য স্পষ্ট নিয়ম থাকলেও, ওটিটি ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মের জন্য নির্দিষ্ট আইনি কাঠামোর অভাব রয়েছে। ফলে আইন সংশোধনের দাবি আরও প্রবল হচ্ছে। কেন্দ্রীয় সরকার এখন এই বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।