নিট-তদন্তে গিয়ে বিহারে গ্রামবাসীর হাতে আক্রান্ত সিবিআই
CBI attacked by villagers in Bihar during net investigation

The Truth of Bengal: নিট দুর্নীতি মামলার তদন্তে বিহারে গ্রামবাসীদের হাতে গণপিটুনি খেলেন সিবিআই অধিকারিকরা। ভাঙচুর চালানো হয় কেন্দ্রীয় এজেন্সির গাড়িতে। সিবিআইয়ের ওপর হামলার ঘটনায় স্থানীয় পুলিশ গ্রেফতার করেছে ৪ জনকে। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটের দুর্নীতির তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। এই মামলার তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রবিবার মোবাইল টাওয়ার লোকেশনের সূত্র ধরে রবিবার বিহারের নওয়াদা জেলার রজৌলিতে হাজির হন সিবিআই আধিকারিকরা।
কাসিয়াড়ি গ্রামে তল্লাশি অভিযান শুরু করলে সিবিআই আধিকারিকদের ওপর হামলা চালায় গ্রামবাসীরা। ব্যাপক মারধর করা হয় অফিসারদের। ভাঙচুর চালানো হয় গাড়িতে। সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় রাজৌলি থানায় খবর দেওয়া হয় সিবিআইয়ের তরফে। দ্রুত বিশাল পুলিশ বাহিনী চলে আসে গ্রামে। উত্তেজিত গ্রামবাসীকে শান্ত করে পুলিশ। গ্রামের বাসিন্দাদের দাবি করেন, তাঁরা ভেবেছিলেন সবাই ভুয়ো অফিসার। তাই হামলা চালানো হয়। নিটের প্রশ্নফাঁসে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় ২ অভিযুক্তকে।
সিবিআই আধিকারিকদের ওপর হামলার ঘটনায় এক মহিলা-সহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি রজৌলি থানায় ৮ জনের বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে। প্রায় দুই শতাধিক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। হামলার ঘটনায় ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখে চিহ্নিত করা হচ্ছে অভিযুক্তদের। এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।