দেশ

ভোটের লড়াইয়ে জাত-ধর্ম পছন্দ নয়, লোকসভায় লড়ছেন না নির্মলা

Nirmala Sitharamn

The Truth of Bengal: নির্বাচনে জাত, ধর্ম, সম্প্রদায় যে বড় হাতিয়ার তা উঠে এল অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের কথায়। আর এই কারণে তিনি তিনি লড়তে চান না আসন্ন লোকসভা নির্বাচনে। দেশের অর্থমন্ত্রী জানিয়েছেন, লোকসভার লড়াইয়ে নামতে হলে নানা সমীকরণ মাথায় রাখতে হয়। জাত, ধর্ম, সম্প্রদায়, এত জটিলতায় তিনি যেতে চান না। সেই সঙ্গে লোকসভায় লড়াই করার মতো অর্থবলও তাঁর নেই বলে সরে দাড়িয়েছেন নির্মলা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চেয়েছিলেন তাঁর মন্ত্রিসভার সবাই মানুষের রায় নিতে লোকসভা নির্বাচনে লড়ুন। রাজ্যসভা থেকে যারা এসেছিলেন তাঁদের সবাইকে তিনি লোকসভার লড়াইয়ে নামাতে চেয়েছিলেন। কারা কারা লোকসভায় লড়বেন তা ঠিক হয়ে গিয়েছিল। সেই তালিকায় নাম ছিল দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। তবে তিনি লোকসভা নির্বাচনে লড়বেন না বলে জানিয়ে দিয়েছেন। নির্বাচনে জাত, ধর্ম, সম্প্রদায় যে বড় হাতিয়ার তা উঠে এল অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের কথায়। আর এই কারণে তিনি তিনি লড়তে চান না আসন্ন লোকসভা নির্বাচনে। দেশের অর্থমন্ত্রী জানিয়েছেন, লোকসভার লড়াইয়ে নামতে হলে নানা সমীকরণ মাথায় রাখতে হয়। জাত, ধর্ম, সম্প্রদায়, এত জটিলতায় তিনি যেতে চান না। সেই সঙ্গে লোকসভায় লড়াই করার মতো অর্থবলও তাঁর নেই বলে সরে দাড়িয়েছেন নির্মলা।

তাঁকে লোকসভায় দাঁড়াতে বলা হলে তিনি ভাবার জন্য সময় চেয়ে নিয়েছিলেন। এখন তিনি জানিয়ে দিয়েছেন যে লোকসভা নির্বাচনে লড়তে চান না। নির্মলার কথায়, আমি এক সপ্তাহ ভাবলাম। ১০ দিন ভাবলাম। তার পর ভাবলাম না ঠিক হবে না। আমার লোকসভায় লড়াই করার মতো অত টাকা নেই। তা ছাড়া ভোটে জয়ের জন্য আরও অনেক ফ্যাক্টর কাজ করে। আমাকে ভাবতে হয়েছে অন্ধ্রে দাঁড়াব নাকি তামিলনাড়ুতে। এর বাইরেও বহু প্রশ্ন আছে। আপনি এই সম্প্রদায়ের নাকি অন্য সম্প্রদায়ের। এই ধর্মের নাকি অন্য ধর্মের। এই জাতির নাকি অন্য জাতির। আমার মনে হল, না, এসব আমার দ্বারা হবে না। লোকসভার লড়াইয়ে নামতে হলে জাত, ধর্ম, সম্প্রদায়ের যে সব সমীকরণ থাকে তিনি তাঁর মধ্যে ঢুকতে চান না। আর সেই কারণে আপাতত তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়ে দিয়েছেন।

Related Articles