দেশ
Trending

‘খলিস্তানি জঙ্গিরা বাড়ি ঢুকে ধর্ষণ করত’, কেপিএস গিল স্মৃতিতে বললেন ক্যাপ্টেন অমরিন্দর সিং

Captain Amarinder Singh said in KPS Gill Smriti

The Truth Of Bengal : পাঞ্জাবে যখন জঙ্গিবাদ চরমে ছিল, সেই সময় কেপিএস গিলের নেতৃত্বে পাঞ্জাব পুলিশ কীভাবে পরিবর্তিত হয়েছিল–  এবার সেই কথা তুলে ধরলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা মহারাষ্ট্রের রাজ্যপাল ক্যাপ্টেন অমরিন্দর সিং। মোহালির ইন্ডিয়ান স্কুল অফ বিজনেস-এ কেপিএস গিল মেমোরিয়াল বক্তৃতায় পাঞ্জাবের জঙ্গিবাদের চ্যালেঞ্জিং সময়ের কথা মনে করিয়ে দেন ক্যাপ্টেন। তিনি কেপিএস গিলের নেতৃত্বের প্রশংসা করেন। পাঞ্জাবিদের মানসিকতা বোঝার এবং পাঞ্জাব পুলিশকে রূপান্তরিত করার যে বিশেষ ক্ষমতা ছিল কেপিএস গিলের সেই কথা তুলে ধরেন ক্যাপ্টেন অমরিন্দর সিং।

বক্তৃতা ক্যাপ্টেন অমরিন্দর বলেন, খালিস্তানি জঙ্গিরা বাড়ি বাড়ি যেত। তারা মহিলাদের ধর্ষণ করত। সেই সময় পাঞ্জাবে দাবানলের মতো ছড়িয়ে পড়ে খলিস্তানিদের এই কার্যকলাপ। পুলিশ কর্মী অ তাদের পরিবারের ওপর নির্বিচারে হামলা চালানো হতো। পাঞ্জাবের সেই অবস্থার বদল এসেছিল পুলিশকর্তা কেপিএস গিলের হাতে। গিল যে ভাবে কাজ করেছিলেন, তাতে সন্ত্রাস দমনে দারুণ কাজ করেছিল পাঞ্জাব পুলিশ। সেই কথা তুলে ধরেন ক্যাপ্টেন।

পাঞ্জাবের প্রাক্তন শীর্ষ পুলিশ কর্তার নেতৃত্বের প্রশংসা করে ক্যাপ্টেন অমরিন্দর সিং স্মরণ করেন,  সেই সময় অধিকাংশ থানা সূর্যাস্তের সময় বন্ধ হয়ে যেত। সন্ধ্যার পর রাস্তায় কেউ থাকত না। রাস্তায় বের হতে ভয় পেত মানুষ। খলিস্তানিদের দাপটে কেউ কথা বলার সাহস দেখাতো না। পাঞ্জাবের সেই অবস্থার বদল এসেছিলে পুলিশকর্তা কেপিএস গিলের হাত ধরে। পাঞ্জাবের সেই প্রাক্তন শীর্ষ পুলিশ কর্তার ভূমিকা উল্লেখ করেন ক্যাপেটেন অমরিন্দার সিং।

 

FREE ACCESS