দেশ

পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগ, উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার ব্যবসায়ী

Businessman arrested from Uttar Pradesh on charges of spying for Pakistan

Truth Of Bengal: পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে আবারও উত্তপ্ত দেশের নিরাপত্তা মহল। এবার গ্রেফতার হলেন উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলার ব্যবসায়ী শাহজাদ। তাঁকে গ্রেফতার করেছে রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স (STF)।

পুলিশের অভিযোগ, শাহজাদ দীর্ঘদিন ধরে পাকিস্তানে যাতায়াত করতেন এবং বেআইনিভাবে ব্যবসাও চালাতেন। প্রসাধনী, পোশাক ও মশলার মতো নানা জিনিস পাচারের পাশাপাশি আইএসআই-এর সঙ্গে গোপন যোগাযোগ ছিল তাঁর। এমনকি তিনি ভারতীয় টাকা ও সিম কার্ড সরবরাহ করতেন পাকিস্তানি গোয়েন্দা সংস্থাকে।

শুধু তাই নয়, শাহজাদ অনেক ভারতীয় নাগরিককে পাকিস্তানে পাঠানোর কাজেও যুক্ত ছিলেন। আইএসআই সরাসরি তাদের ভিসার ব্যবস্থা করত এবং পরে তাদের গুপ্তচর হিসেবে ব্যবহার করা হত।

এই ঘটনার আগে দেশের একাধিক জায়গায় পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেফতার হয়েছে বেশ কয়েকজন। তাঁদের মধ্যে সবচেয়ে চর্চিত নাম ইউটিউবার জ্যোতি মালহোত্রা।

২০২৩ সালে পাকিস্তানি দূতাবাস কর্মী দানিশ ওরফে এহসান উর রহিমের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তাঁর। এক ইফতার পার্টিতে পাক দূতাবাসে যান জ্যোতি, সেই অনুষ্ঠানের ভিডিও করেন এবং পরে তা সামনে আসতেই গোয়েন্দাদের সন্দেহ বাড়ে। তদন্তে তাঁর পাকিস্তানের সঙ্গে যোগাযোগের বহু তথ্য উঠে আসে।

সম্প্রতি জ্যোতি সহ আরও পাঁচজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে অনেকেরই পাক সংযোগ রয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

এই ঘটনার পর বিশেষজ্ঞরা বলছেন, এখন শুধু সীমান্তে নয়, দেশের ভিতরেও পাকিস্তানের চরবৃত্তির জাল ছড়িয়ে পড়ছে। তাই আরও সতর্ক হতে হবে নিরাপত্তা সংস্থাগুলিকে।

Related Articles