দেশ

গুজরাতে বাস ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত ৬

Bus and auto collide head-on in Gujarat, 6 dead

Truth Of Bengal: ভয়াবহ দুর্ঘটনা গুজরাতে। সরকারি বাসের সঙ্গে অটোর সংঘর্ষ। মৃত ৬। মৃতরা প্রত্যেকেই অটো যাত্রী বলে জানা যায়। পুলিশ সূত্রে খবর, নিয়ন্ত্রণ হারিয়ে বাদ চালক গিয়ে ধাক্কা মারে অটোতে। তাতেই ঘটে যায় বিপত্তি। পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে, ওই বাসের সঙ্গে অন্য গাড়ির রেষারেষি চলছিল কিনা সেই সময়। এছাড়াও বাস চালক মদ্যপ অবস্থায় ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টা নাগাদ ঘটে এই দুর্ঘটনা। পাটনার সামি গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। সামি-রাধাপুর সড়কের উপর এই ঘটনা ঘটেছে। জানা যায় ওই বাসটি হিম্মত নগর থেকে যাচ্ছিল কচ্ছের দিকে। আচমকাই উল্টো দিক থেকে একটি যাত্রী বোঝাই অটো ছুটে আসে।

স্থানীয়দের দাবি, সরকারি বাসটি অন্য একটি বাসের সঙ্গে জড়িয়ে পড়ে রেষারেষিতে। তারপরই নিয়ন্ত্রণ হারিয়ে সেই বাস গিয়ে ধাক্কা মারে অন্য একটি যাত্রী বোঝাই অটোতে। এই দুর্ঘটনায় অটো চালক সহ মৃত্যু হয় ৬ জনের। প্রবল ধাক্কার জেরে অটোটি চলে যায় বাসের নিচে। ঘটনাস্থলে প্রত্যেকের মৃত্যু হয়েছে বলেও জানা যায়।

Related Articles