দেশ

বিমানে বোমাতঙ্ক: বিদেশি আইপি ও ভিপিএন ব্যবহার করে ভুয়ো ফোন, তদন্তে কেন্দ্রীয় সংস্থা

Bombings on planes: Fake phones using foreign IPs and VPNs, central agency probes

Truth Of Bengal: বিমানযাত্রীদের মধ্যে বোমাতঙ্ক ছড়ানোর ঘটনায় তদন্ত শুরু করতে চলেছে কেন্দ্রীয় সংস্থাগুলো। এ ঘটনায় ভুয়ো ফোনের নেপথ্যে ভিপিএন প্রযুক্তি ব্যবহারের সন্দেহ করা হচ্ছে। সূত্রের খবর, যেসব ফোন ব্যবহার করে এই ভুয়ো ফোনকল করা হচ্ছে, সেগুলোর আইপি অ্যাড্রেস লন্ডন এবং জার্মানি থেকে শনাক্ত হয়েছে। ভিপিএন ব্যবহারের কারণে এসব ফোনের লোকেশন ট্র্যাক করা কঠিন হয়ে পড়েছে।

বিমানযাত্রায় বোমাতঙ্ক এখন এক নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। চলতি সপ্তাহে দেশের বিভিন্ন প্রান্তে ২০টি উড়ানে এই ধরনের ঘটনা ঘটেছে, যা সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তদন্তকারীদের মতে, “schizobomber777” নামে একটি এক্স (টুইটার) হ্যান্ডেল থেকে একাধিক বার পোস্ট করা হয়েছে যে বিমানে বোমা রাখা আছে। এই হ্যান্ডেলটি কিছুদিন আগে তৈরি হয়েছিল এবং বোমাতঙ্ক ছড়ানোর পর সেটি সাসপেন্ড করা হয়েছে।

তদন্তকারী কর্মকর্তাদের মতে, বোমাতঙ্ক ছড়ানোর জন্য যেসব ফোন ব্যবহার করা হচ্ছে, সেগুলো ভিপিএন প্রযুক্তির মাধ্যমে কার্যকর হচ্ছে, ফলে তাদের ট্র্যাক করা সম্ভব হচ্ছে না। আইপি অ্যাড্রেসগুলো লন্ডন এবং জার্মানি হিসেবে চিহ্নিত হওয়ায়, ভিপিএন সার্ভিস প্রোভাইডারদেরও তদন্তের আওতায় আনা হতে পারে।

এদিকে, বিমানে বোমাতঙ্কের সমস্যা সমাধানে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জরুরি বৈঠকে বসেছে। যাত্রীদের ভোগান্তি কমাতে কয়েকটি নতুন নির্দেশিকা আসতে চলেছে। এর মধ্যে স্কাই মার্শালের সংখ্যা বাড়ানো এবং ভুয়ো তথ্য ছড়ানো ব্যক্তিদের বিমানে চড়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা রয়েছে। তদন্ত চলতে থাকবে এবং দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

Related Articles