দেশ

শৌচালয় থেকে উদ্ধার কিশোরী পরিচারিকার দেহ, চেন্নাইয়ে গ্রেফতার এক দম্পতি

Body of teenage maid recovered from toilet, Chennai couple arrested

Truth Of Bengal: এবার চেন্নাইয়ের এক দম্পতির বিরুদ্ধে উঠে এল মর্মান্তিক অভিযোগ। দিনের পর দিন অত্যাচার করার পর বাড়ির কিশোরী পরিচারিকাকে করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। ওই দম্পতির বাড়ির শৌচালয় থেকে উদ্ধার করা হয়েছে ওই কিশোরীর দেহ। ইতিমধ্যে গ্রেফতার হয়েছে ওই দম্পতি।

এই মর্মান্তিক ঘটনাটি চেন্নাইয়ের মেহতা নগর এলাকায় ঘটেছে। অভিযুক্ত দম্পতির নাম মহম্মদ নিশাদ ও নাসিয়া। মাত্র ১৫ বছর বয়সি এক কিশোরীকে নিজেদের বাড়িতে কাজে রেখেছিল ওই দম্পতি। কিশোরীর উপর ওই দম্পতি নৃশংস অত্যাচার করত বলে অভিযোগ উঠেছে। প্রতি দিন বিভিন্ন ছোট ছোট কারণে তাঁকে বকাঝকা ও মারধর করা হত।

কিশোরীর মৃত দেহ উদ্ধারের পর দেখা যায় তাঁর সারা শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। সেই দাগের মধ্যে ছিল গরম লোহা ও সিগারেটের ছেঁকার দাগও পাওয়া গিয়েছে। পুলিশ ওই কিশোরীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

তদন্তকারীদের সূত্রে খবর, ওই দম্পতি কিশোরীর দেহ ফেলে রেখে এক আত্মীয়ের বাড়িতে পালিয়ে যান। সেখানে গিয়ে উকিলের পরামর্শ নিয়ে, উকিলের মারফত পুলিশকে কিশোরীর মৃত্যুর খবর দেন ওই দম্পতি।

কিশোরীর মা বিধবা, থানজাভুর জেলায় থাকেন। এক প্রকার বাধ্য হয়ে পরিস্থিতি মেনে নিয়ে তিনি নিজের কন্যাকে পরিচারিকার কাজ করতে পাঠিয়েছিলেন। এ ঘটনায় ওই দম্পতি ছাড়া আর কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ওই দম্পতি ছাড়া এ ঘটনায় আরও ৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। আপাতত চেন্নাইয়ের ওই দম্পতির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

Related Articles