ঝাড়খণ্ডে গাছ থেকে উদ্ধার মা-ছেলের ঝুলন্ত দেহ, চাঞ্চল্য এলাকায়
Bodies of mother and son found hanging from tree in Jharkhand, sensational news

Truth Of Bengal: শুক্রবার ঝাড়খণ্ডের গিরিডিতে একসঙ্গে তিনটি মৃতদেহ পাওয়া গেলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতদেহগুলি একই পরিবারের তিনজনের। এর মধ্যে মা, ছেলে এবং মেয়ে রয়েছে। ঘটনাটি ঘটেছে গিরিডি জেলার তিস্রি ব্লকের লোকায়ণপুর থানা এলাকায়। ২৯ বছর বয়সি রেণু এবং তাঁর ৬ বছরের ছেলে সচিতের মৃতদেহ গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। ৮ বছরের মেয়ে সরিতার মৃতদেহ একটি পুকুর থেকে উদ্ধার হয়।
ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। তিনজনেরই মৃতদেহ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি সম্পর্কে জানা গিয়েছে যে, তিসরি ব্লকের লোকায়ণপুর থানা এলাকার বারদোনি গ্রামের বাসিন্দা চারো হেমব্রমের সঙ্গে তাঁর স্ত্রী রেণু টুডুর কোনও বিষয় নিয়ে বিরোধ ছিল।
এই বিবাদের পর, চারো হেমব্রম তাঁর স্ত্রীকে মারধর করেন। পরের দিন, শুক্রবার, বারদোনি গ্রাম থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে অবস্থিত একটি পুকুরে একটি মেয়ের মৃতদেহ পাওয়া গেলে, এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে জানা যায় মেয়েটির নাম সরিতা হেমব্রম, চারো হেমব্রমের মেয়ে। এই ঘটনার পর, ঘটনাস্থল থেকে কিছু দূরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় মা ও ছেলের মৃতদেহ পাওয়া যায়।
বিভিন্ন এলাকায় একসঙ্গে তিনটি মৃতদেহ আবিষ্কারের ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গাছে ঝুলন্ত মৃতদেহগুলি ছিল সরিতা হেমব্রমের মা-রেণু টুডু এবং তার ভাই সচিত হেমব্রমের। মা, ছেলে এবং মেয়ের একসঙ্গে মৃতদেহ আবিষ্কারের ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনটি মৃতদেহই হেফাজতে নেয়। এখানে, ঘটনার পর, পুলিশ হত্যা এবং অন্যান্য বিষয় নিয়ে গভীর তদন্ত শুরু করেছে। স্থানীয়রা জানিয়েছেন, স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদের পর, চারো হেমব্রম-ই তাঁর স্ত্রী এবং ছেলে-মেয়েকে হত্যা করেছে। বর্তমানে, পুলিশ প্রতিটি দিক থেকে বিষয়টি নিয়ে তদন্তে ব্যস্ত। এই মামলায় স্বামীকে হেফাজতে নেওয়া হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।