দেশ

ফের রক্তাক্ত উপত্যকা! সেনা-জঙ্গি সংঘর্ষে শহিদ সেনা আধিকারিক

Bloody Valley again! Army officer martyred in army-militant clash

Truth Of Bengal: ফের সেনা-জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত জম্মু-কাশ্মীর। অভিযানে গিয়ে প্রাণ হারালেন এক সেনা আধিকারিক। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে গুরুতর জখম হয়েছেন আরও তিন জওয়ান।

রবিবার সকাল দু জায়গায় চলে সেনা অভিযান। এর মধ্যে কিস্তওয়ার জেলার জঙ্গলাকীর্ণ ভার্ট রিজ এলাকাতে সেনা-জঙ্গির লড়াইয়ে শহিদ হন এক সেনা আধিকারিক। উদ্ধার করা হয়েছে আহত তিন জওয়ানকে।

সেনার হোয়াইট নাইট কর্পস জানিয়েছে, ভার্ট রিজ এলাকায় শহিদ হয়েছেন ২ প্যারা স্পেশাল ফোর্সের নায়েব সুবেদার রাকেশ কুমার। জানা যায়, কিস্তওয়ারের জঙ্গলাকীর্ণ এলাকায় গা ঢাকা দিয়ে রয়েছে দুই জঙ্গি, এই খবর পায় সেনা। তারপরেই অভিযানের তোড়জোড় শুরু হয়। অভিযানের শুরুতেই গ্রামে ঢুকে দুই গ্রামরক্ষীর দেহ দেখতে পান জওয়ানরা। মৃতদের ময়নাতদন্ত করে জানা যায়, পিছন থেকে গুলি করা হয়েছে তাঁদের। উল্লেখ্য, দেহগুলো উদ্ধারের সময় দেখা গেছে, তাঁদের হাত ও চোখ বাঁধা ছিল।

এই হত্যালীলায় জড়িত জঙ্গিদের খোঁজ শুরু করে সেনা। দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন মোট তিনজন জওয়ান। শহিদ হয়েছেন নায়েব সুবেদার রাকেশ কুমার। কিস্তওয়ার জেলার জঙ্গলাকীর্ণ এলাকার পাশাপাশি শ্রীনগরের হারওয়ান এলাকাতেও অভিযান চালায় সেনা।

Related Articles