রক্তাক্ত ভোটমুখী কাশ্মীর শহীদ ২ সেনা জওয়ান, আহত ২ জওয়ান
Bloody poll-bound Kashmir Shaheed 2 army jawans

Truth of Bengal: রক্তাক্ত ভোটমুখী কাশ্মীর। কাশ্মীরে সেনা-জঙ্গি গুলির লড়াইতে শহীদ হন ভারতীয় সেনার দুই জওয়ান। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও দুই জওয়ান। জঙ্গিদের খোঁজে সেনার তল্লাশি অভিযান জারি। ১০ বছর পর কাশ্মীরে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। চলতি মাসেই তা অনুষ্ঠিত হবে বলে জানা যাচ্ছে। নির্বাচন রয়েছে, ১৮ সেপ্টাম্বর, ২৫ সেপ্টেম্বর, ১ অক্টোবর।
নির্বাচনী ফলাফল ঘোষণা হবে, ৪ঠা অক্টাবর। সেই নির্বাচনের আগেই নির্বাচন বানচাল করতে সবরকম চেষ্টা জারি রেখেছে জঙ্গিবাহিনী। ফের জঙ্গিদের সঙ্গে ভয়ঙ্কর গুলির লড়াইতে রক্তাক্ত হয় উপত্যকা। শহীন হন ভারতীয় সেনার দুজন জওয়ান। গুরুতর জখম আরও দুই জওয়ান। হাসপাতালে চিকিতসাধীন অবস্থায় রয়েছেন তারা। গতকাল কিস্তওয়ার জেলাতে সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিবাহিনীর রাতভোর চলে সংঘর্ষ।
উত্তপ্ত বারামুলাও। সেখানে এক জঙ্গির নিকেশ হওয়ার খবর পাওয়া যায়। জঙ্গিদের খোঁজে সেনাবাহিনীর তরফ থেকে জারি রাখা হয়েছে তল্লাশি। সূত্রের খবর, নির্বাচন বানচাল করতে বড়সড় নাশকতার ছক কষছে জঙ্গি বাহিনী। শুক্রবারই কিস্তওয়ার জেলাতে জেহাদিদের লুকিয়ে থাকার খবর মেলে। তরপর থেকেই কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান শুরু হয়।
সমগ্র এলাকা ঘিরে শুরু হয় চিরুনি তল্লাশি। সেনা জওয়ানদের উপস্থিতি লক্ষ্য করে গুলি বর্ষাতে থাকে জঙ্গিরা। তাদের গুলিতেই গুলিবিদ্ধ হন চারজন জওয়ান। সেই চারজনের মধ্যে দুজনের মৃত্যু হলে, বাকি দুজনকে গুরুতর অবস্থায় নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। শহীদ দুই জওয়ান জুনিয়র কমিশনড় অফির বিপন কুমার ও অরবিন্দ সিংহ, খবর সেনা সূত্রে।