দেশ

প্রথম দফায় ফ্লপ বিজেপির ‘৪০০ পার’ সিনেমা! দাবি তেজস্বী যাদবের

BJP's '400 Par' movie flopped in the first round! Claimed by Tejashwi Yadav

The Truth of Bengal: বিজেপির ‘৪০০ পার’ সিনেমা ভোটের প্রথম পর্ব থেকেই ফ্লপ। এমনই দাবি করেছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। সেই সঙ্গে তাঁর আরও দাবি, বিহারে আরজেডির নেতৃত্বাধীন মহাজোট এবার অভূতপূর্ব ফল করবে। উল্লেখ্য, নরেন্দ্র মোদি-সহ বিজেপির বড় নেতারা বারবার বলে আসছেন ‘আব কী বার ৪০০ পার’। তবে প্রথম দফার ভোটে যা দেখা গিয়েছে, বিজেপির এই স্লোগান ফ্লপ হতে চলেছে। জোর গলায় এমনই দাবি করেছেন তেজস্বী।

তবে শুরু তেজস্বী যাদব একা নন, এর আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও একাধিকবার বলেছেন, বিজেপি এবার ২০০ আসন পার করতে পারবে না। প্রথম দফার ভোটের পর মমতার সেই দাবি উঠে আসছে অন্য বিরোধী নেতাদের মুখে।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিহারের ৪০টি আসনের মধ্যে ৩৯টিতেই জিতেছিল এনডিএ জোট। তবে তেজস্বী যাদবের দাবি, বিহারের মানুষ এবার এনডিএকে শিক্ষা দেবে। কারণ, ২০১৪ আর ২০১৯-এ নরেন্দ্র মোদি যে সব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূরণ হয়নি। এর পরেও মিথ্যে প্রতিশ্রুতি শুনতে শুনতে ভোটারেরা ক্লান্ত হয়ে পড়েছেন। রাজ্যের মানুষ এবার সিখা দেবে বিজেপিকে।

Related Articles