দেশ

‘রাহুল হারবেন’ বলে তোপ মোদির, বিজেপি ১৫০ পার হবে না- পাল্টা আক্রমণ রাহুলের

BJP will not cross 150 - Rahul's counter attack

The Truth of Bengal: এতদিন প্রচারে আলাদা করে রাহুল গান্ধিকেকে বিশেষ গুরুত্ব দিচ্ছিলেন না প্রধানমন্ত্রী মোদি। তবে শনিবার তিনি তোপ দাগলেন রাহুল গান্ধিকে। প্রথম পর্বের ভোটে আগের তুলনায় হিন্দি বলয়ে ভোটের হার বেশ কম। রাজনৈতিক মহল করছে, ভোটের হার কম দেখে আশঙ্কার চোরাস্রোত বইছে গেরুয়া শিবিরে। তাই দলীয় কর্মীদের চাঙ্গা করতে আসরে নেমে আরও আক্রমণাত্মক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিশানা করলেন রাহুল গান্ধিকে।

দিল্লির যে আসনে গান্ধি পরিবার ভোট দেয়, সেই আসনটি এবার জোটের স্বার্থে ছাড়া হয়েছে আম আদমি পার্টিকে। সেখানে এবার কংগ্রেসের প্রার্থী নেই। তাই নিয়ে গান্ধি পরিবারকে নিশানা করেছেন মোদি। বলেছেন, ‘ইন্ডিয়া জোটের নেতারা আর লোকসভায় লড়াই করার সাহস দেখাতে পারছেন না। রাজ্যসভায় চলে যাচ্ছেন। অবস্থা এত খারাপ যে ওই পরিবার প্রথমবার কংগ্রেসকেও ভোট দিতে পারবে না।‘

এই আক্রমণের পাল্টা দিয়েছেন রাহুল গান্ধি। বিহারের সভা থেকে তিনি বলেন, নরেন্দ্র মোদি দেশে দুর্নীতির স্কুল চালাচ্ছেন। তাতে সমগ্র দুর্নীতি বিজ্ঞান নিয়ে তিনি নিজেই পড়ান। লোকসভায় গোটা দেশে বিজেপি ১৫০ পার করতে পারবে না।‘

Related Articles