বাংলা ও বিহারের ৫ টি জেলা নিয়ে আলাদা কেন্দ্রীয় শাসিত অঞ্চল গড়ার দাবি বিজেপি সাংসদের
BJP MPs demand to make a separate central government region with 5 districts of Bengal and Bihar

The Truth Of Bengal: কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার উত্তর-পূর্বের সঙ্গে উত্তরবঙ্গকে জোড়ার প্রস্তাব রেখেছেন প্রধানমন্ত্রীর কাছে। এবার বিজেপির আর এক সাংসদ পশ্চিমবঙ্গ ও বিহারের পাঁচটি জেলা নিয়ে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার দাবি জানালেন। সেই দাবি আবার জানালেন সংসদের ভিতরেই। ঝাড়খন্ডের গোড্ডা লোকসভা কেন্দ্রের সাংসদ নিশিকান্ত দুবে এদিন সংসদে ভাষণ দিতে গিয়ে পশ্চিমবঙ্গ ও বিহারের পাঁচটি জেলাকে আলাদা করার প্রস্তাব দেন।
মূলত ধর্মের ভিত্তিতেই এই পাঁচটি জেলাকে আলাদা করে একটি কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি রাখে এই বিজেপি সাংসদ। বিজেপি সাংসদের এই দাবির কড়া সমালোচনা করেছে ইন্ডিয়া জোটের সাংসদরা। তৃণমূল সাংসদ সৌগত রায় করা সমালোচনা করেছেন বিজেপি সাংসদদের এই মন্তব্যের। বিজেপি বিভাজনের রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন সৌগত রায়। ধর্মের ভিত্তিতে বিভাজন ঘটিয়ে দেশের অখন্ডতা নষ্ট করার রাজনৈতিক ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ তাঁর।
- পশ্চিমবঙ্গ ও বিহারের পাঁচটি জেলা নিয়ে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি
- সংসদে এই দাবি তুললেন বিজেপি সাংসদ নিশিকান্ত দূবে
- মালদা, মুর্শিদাবাদকে পশ্চিমবঙ্গ থেকে আলাদা করার দাবি
- কিশানগঞ্জ, আরারিয়া ও কাটিহারকে বিহার থেকে আলাদা করার দাবি
- ধর্মের ভিত্তিতে এই ৫টি জেলাকে আলাদা করার প্রস্তাব এই বিজেপি নেতার
- নিশিকান্ত দুবের এই দাবির কড়া সমালোচনা ‘ইন্ডিয়া’ সাংসদদের
- ‘সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দেশে অশান্তি ছড়ানোর চেষ্টা চালাচ্ছে বিজেপি’
- নিশিকান্ত দুবের দাবির সমালোচনায় তৃণমূল সাংসদ সৌগত রায়