দেশরাজনীতি

সংসদে আদিবাসীদের অসম্মান বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের, সরব তৃণমূল কংগ্রেস

BJP MP Nishikant Duber Disrespects Tribals in Parliament

The Truth Of Bengal: সংসদে আদিবাসীদের নিয়ে অসম্মান জনক মন্তব্য বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের। অনুপ্রবেশের প্রসঙ্গ বলতে গিয়ে তিনি যে আদিবাসী সম্প্রদায়কে অসম্মান করলেন তা টের ই পাননি বিজেপির এই সংসদ। নিশিকান্তের এই মন্তব্য নিয়ে সরব তৃণমূল কংগ্রেস।

বাংলার আদিবাসীরা বিয়ে করছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। বুধবার সংসদে দাঁড়িয়ে এই অসম্মানজনক মন্তব্য করলেন নরেন্দ্র মোদির দলের এমপি নিশিকান্ত দুবে। এবং তিনি সরাসরি অভিযোগ করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাতে প্রশ্রয় দিচ্ছেন। আদিবাসী জনকল্যাণ নিয়ে কথা বলতে গিয়ে বিজেপি এমপির এহেন মন্তব্যে উত্তাল হয়ে উঠল লোকসভা অধিবেশন। চব্বিশের ভোট এগিয়ে আসছে। তার আগে যেভাবে হোক এনআরসি ইস্যু যে গেরুয়া শিবির খুঁচিয়ে তুলবে, তা বিলক্ষণ জানে বিরোধীরা। কিন্তু এভাবে আদিবাসী সম্প্রদায়কে অসম্মান করতেও যে বিজেপির বাধবে না, তা ধারণার বাইরে ছিল বলেই জানিয়েছেন তৃণমূলের এমপিরা।

বিরোধীরা প্রশ্ন তুলছে, নিশিকান্ত কী বলতে চান? বাংলাদেশিরা অনুপ্রবেশ করছে, আদিবাসীদের বিয়ে করে জমির দখল নিচ্ছে, আর তারপর হাসিল করছে নাগরিকত্ব? তা না হলে এনআরসি প্রসঙ্গ তিনি টানতেন না।তৃণমূলের এক এমপির কথায়, অনুপ্রবেশ প্রসঙ্গ প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি যে আদিবাসী সম্প্রদায়কেই চরম অসম্মান করলেন, সেটাই বোধহয় ভুলে গিয়েছেন নিশিকান্ত। প্রতিবাদে অবশ্য অধিবেশনেই সরব হয়ে ওঠেন কাকলি ঘোষদস্তিদার। গলা মেলান সুদীপ বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার, প্রতিমা মণ্ডলরা। কাকলিদেবী বলেন, ‘আদিবাসীদের জনকল্যাণের কথা বলতে গিয়ে আদতে তাঁদের অপমান করছেন। বাংলাদেশিদের মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্রয় দিচ্ছেন বলে মিথ্যা অভিযোগ করার আগে আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে বলুন অনুপ্রবেশ রুখতে। সীমান্ত রক্ষা কার দায়িত্ব?’গোড়ায় ঝাড়খণ্ডের কথা বলেও নিশিকান্ত দুবে কেন পশ্চিমবঙ্গ এবং এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গ তুললেন? তা নিয়েই রাজনৈতিক মহলে উঠছে প্রশ্ন।

সম্প্রতি বাংলায় গিয়ে এনআরসি ইস্যু ফের উস্কে দিয়েছেন অমিত শাহ। তৃণমূল এনআরসির বিরুদ্ধে। তাই কি সংখ্যালঘু প্রসঙ্গ টেনে বাংলাকে টার্গেট করলেন নিশিকান্ত? এই প্রশ্নই ঘোরাফেরা করছে রাজনৈতিক বিশ্লেষকদের মনে।

Free Access

Related Articles