দেশ

অন্ধ্রপ্রদেশে বাড়ছে বার্ড ফ্লু-র আতঙ্ক, জারি চূড়ান্ত সতর্কতা

Bird flu scare increasing in Andhra Pradesh, extreme alert issued

Truth of Bengal: অন্ধ্রপ্রদেশে বার্ড ফ্লু-র সংক্রমণ ক্রমশ ছড়িয়ে পড়ছে, যা নিয়ে চূড়ান্ত সতর্কতা জারি করেছে প্রশাসন। ইতিমধ্যেই রাজ্যের সাতটি গ্রামের মুরগির খামারে এই ভাইরাস ছড়িয়েছে বলে জানা গেছে। তার মধ্যে পাঁচটি খামারে সংক্রমণ রুখতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রশাসনের তথ্য অনুযায়ী, এলুরু, এনটিআর, পশ্চিম গোদাবরী-সহ একাধিক জেলায় বার্ড ফ্লু ছড়িয়ে পড়েছে। কুর্নুল জেলার হাঁসের খামারে ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, পাশাপাশি পূর্ব গোদাবরীর কানুরুতে তিনটি খামারে এই ভাইরাস পাওয়া গেছে। এনটিআর জেলার গামপালাগুড়েম, পশ্চিম গোদাবরীর ভেলপুরু এবং এলুরু জেলার বাদামপুড়ির একাধিক খামারেও সংক্রমণের খবর মিলেছে।

যেসব এলাকায় সংক্রমণ ধরা পড়েছে, সেই এলাকাগুলিকে কনটেনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করা হচ্ছে। পাঁচটি জায়গায় এই ব্যবস্থা ইতিমধ্যেই কার্যকর হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ওইসব এলাকায় মুরগির মাংস বিক্রি নিষিদ্ধ করা হয়েছে এবং সংক্রমণ যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, তার জন্য কড়া নজরদারি চালানো হচ্ছে। আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, কোনও নতুন উপসর্গ দেখা দিলেই দ্রুত পদক্ষেপ নিতে হবে।

এখনও পর্যন্ত রাজ্যে প্রায় ৫.৫ লক্ষ হাঁস ও মুরগির মৃত্যু হয়েছে, এবং ১.৫ লক্ষ মুরগিকে মারতে হয়েছে সংক্রমণ রুখতে। প্রশাসনের তরফ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে, যাতে এই ভাইরাস আর না ছড়ায়।

বার্ড ফ্লু সংক্রমণের বাড়বাড়ন্তে অন্ধ্রপ্রদেশের পড়শি রাজ্য তেলঙ্গানাতেও উদ্বেগ দেখা দিয়েছে। তেলঙ্গানা সরকার অন্ধ্রপ্রদেশ থেকে মুরগির মাংস ও মুরগি পরিবহণ নিষিদ্ধ করেছে। সংক্রমণ যাতে পড়শি রাজ্যে ছড়িয়ে না পড়ে, তার জন্য প্রশাসন নজরদারি আরও কড়া করেছে।

পরিস্থিতির উপর প্রশাসন কড়া নজর রাখছে এবং সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। তবে পরিস্থিতি কত দ্রুত স্বাভাবিক হবে, তা এখনই বলা যাচ্ছে না।

Related Articles