দুর্গাপুজো, রাখি উৎসবে স্কুলে ছুটি বাতিল! চাপের মুখে তড়িঘড়ি নির্দেশ প্রত্যাহার
Bihar Education Department Withdraws Govt Order

The Truth of Bengal: বিহারে শিক্ষার মান ফেরাতে একগুচ্ছ পদক্ষেপ করেছিল নীতীশ কুমারের সরকার। গত ২৮ অগাস্ট একটি নির্দেশিকা জারি করে বলা হয়, দীপাবলি, দুর্গাপুজো, রাখিবন্ধন উৎসবসহ একাধিক হিন্দু উৎসবের দিন স্কুল শিক্ষক শিক্ষিকাদের ছুটি বাতিল করা হয়েছে। এই নির্দেশিকা ছিল, সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলির ক্ষেত্রে।
এই নির্দেশিকা সামনে আসার পরেই প্রতিবাদে ফেটে পড়েন, ছাত্রছাত্রীদের অভিভাবক থেকে শিক্ষামহল। বহু স্কুলে দেখা গিয়েছে, শিক্ষক শিক্ষিকারা কালো ব্যাজ পরে স্কুলে আসতে। বিষয়টি নিয়ে ক্ষোভ জমতে শুরু করে। এর পরেই, তড়িঘড়ি আরও একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, গত ২৮ অগাস্ট যে নির্দেশিকা জারি করা হয়েছিল, তা এখন থেকে বাতিল বলে গণ্য করা হবে।
সরকারি এই নির্দেশিকা প্রকাশ্যে আসার পরেই শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। বিরোধী শিবির বিজেপিনেতৃত্ব কাঠগড়ায় দাঁড় করিয়েছে নীতীশ কুমারকে। তাদেরও দাবি ছিল, দ্রুত এই সিদ্ধান্তের বদল করতে হবে। ফলে চাপের মুখে পড়ে, ছুটি সংক্রান্ত সরকারি নির্দেশনামা তুলে নিতে হল বিহারের শিক্ষা দফতরকে।