দেশ

বিহারকে ‘বিশেষ মর্যাদা দেওয়া  যাবে না’, নীতীশের উল্টো সুর জিতেন রাম মাঝির গলায়

Bihar 'can't be given special status', says Ram Majhi in Nitish's opposite tone

The Truth Of Bengal : তৃতীয়বার কেন্দ্রে মোদি সরকার ক্ষমতায় এসেছে। তাতে কেন্দ্রের সরকার অনেকটাই দুর্বল হয়েছে। এই অবস্থায় বিহারের জন্য বিশেষ মর্যাদার দাবি রেখেছে নীতীশ কুমারের জেডিইউ দল।  নীতীশকুমার সেই  দাবি তুলে চাপ বাড়িয়েছেন।এরমধ্যে সদ্য জেডিইউ-এর ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির  বৈঠকে বিহারের বিশেষ মর্যাদার দাবিতে সরব হয়েছে তাঁরা । সেখানে বিহারকে এই মর্যাদা দেওয়ার রেজোলিউশন সামনে রেখেই দলের বৈঠক শেষ হয়েছে।জেডিইউ যখন বিহারকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবি তুলছে তখন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন রাম মাঝি সেই দাবির বিরোধিতা করলেন।তাঁর মতে,নীতি আয়োগের তরফে এরমধ্যে পরিষ্কার করা হয়েছে,কোনও রাজ্যকে বিশেষ মর্যাদা দেওয়ার কনোও সংস্থান নেই।তবে বিহারের আর্থিক প্রয়োজনমতো বরাদ্দ করা যেতে পারে বলে এমএসএমই দফতরের মন্ত্রী জিতেন রাম মাঝি জানিয়েছেন।

হাজিপুরে সাংবাদিক সম্মেলনে জানান,যেকোনও রাজনৈতিক দল এই রকম দাবি তুলতেই পারে । কিন্তু কেন্দ্রীয় সরকারের কিছু করার নেই।কোনও রাজ্যকেই এভাবে বিশেষ মর্যাদা দেওয়া সম্ভব নয়। জেডিইউ যখন বিশেষ মর্যাদার দাবি তুলছে তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা হিন্দুস্তানি আওয়াম মোর্চা বা হাম-এর প্রেসিডেন্ট জিতেন রাম মাঝির এই মন্তব্য বিতর্ক তৈরি করেছে। মোদি ঘনিষ্ঠ নেতার এই মন্তব্য আসলে নীতীশের দাবিকে একপ্রকার খারিজ করার নামান্তর বলে পর্যবেক্ষকরা মনে করেন। তাই এনডিএ-র শরিকী বিবাদ ক্রমশ যে বাড়ছে তা এই মতভেদ থেকে পরিষ্কার বলা যায়। কারণ বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দাবিকে একবাক্যে খারিজ করে দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতেন রাম মাঝি।ফলে দুই দলের কলহ সামনে আসার সম্ভাবনা দেখা দিয়েছে। এনডিএ-র মধ্যে ফাটল আরও চওড়া হতে পারে, বলে রাজনৈতিক মহল মনে করছে।

Related Articles