
The Truth of Bengal: আবার সেতু বিপর্যয় বিহারে। এবার বিহারের সুপৌল জেলায় আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নির্মীয়মাণ সেতু। মৃত্যু হয়েছে ১ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। আহত হয়েছেন বহু। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে কাছের হাসপাতালে। বিহারে ফের নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি। বিহারের সুপৌল জেলায় আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেতু। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১ জন শ্রমিকের। আহত হয়েছে বেশ কিছুজন শ্রমিক। প্রায় ৩০ জন মত শ্রমিক আটকে ছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও উদ্ধারকারী দল। আটকে পড়া শ্রমিকদের উদ্ধার শুরু হয়। তাদের মধ্যে কয়েকজন শ্রমিককে উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে।
দুর্ঘটনার সময় সেতু নির্মাণে কাজ করছিলেন বেশ কিছু শ্রমিক। সেতুর ৩ টি পিলার অর্থাৎ ৫০, ৫১ ও ৫২ নম্বর পিলারের ওপর পাথরের একটি বড় চাঁই এসে পড়তেই ভেঙে পড়ে সেতুটি। এই ঘটনায় সুপৌল জেলাশাসক জানিয়েছেন, এখনও পর্যন্ত এই ঘটনায় মৃত্যু হয়েছে ১ জনের। ধ্বংসস্তূপের মধ্যে বেশ কয়েকজন আটকে ছিলেন। যাদের উদ্ধার করার জন্য আপ্রাণ চেষ্টা চালায় উদ্ধারকারী দল।
সুপৌল জেলার কোশি নদীর ওপর তৈরি হওয়া এই ব্রিজ বকৌর থেকে মধুবনী জেলার ভেজার মধ্যে যাতায়াত সুগম করার লক্ষে তৈরি করা হচ্ছিল। এই পুরো সেতু তৈরি করার প্রকল্পে সরকারের পক্ষ থেকে ১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নীতীশ কুমারের রাজ্যে এটা প্রথম নয়, এর আগেও একাধিকবার নির্মীয়মাণ সেতু পড়ে বিপত্তি ঘটেছে। বিরোধীরা ডাবল ইঞ্জিন সরকারের ব্যর্থতা বলে কটাক্ষ করতে ছাড়ছে না। বিরোধীদের দাবি, ঘনিষ্ঠ প্রোমোটারদের দিয়ে ব্রিজ বানাতে গিয়ে গুণমানের সঙ্গে আপস করা হচ্ছে। যার মাসুল দিতে হচ্ছে প্রাণের বিনিময়ে।