বড় খবর: সাংসদ মোদির শপথগ্রহণের সময় বাইরে সংবিধান হাতে বিক্ষোভে শামিল ইন্ডিয়া জোট
Big news: India joins protest with constitution outside MP Modi's swearing-in

The Truth Of Bengal : সংসদে শুরু হয়েছে প্রথম দিনের অধিবেশন। প্রথম দিনে সাংসদদের শপথ গ্রহণ পর্ব। আর এই শপথ গ্রহণ করব যখন সংসদের ভিতরে তখন বাইরে বিরোধীদের বিক্ষোভ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাংসদ হিসেবে এদিন শপথ গ্রহণ করেন। তবে খুব একটা স্বস্তিতে মিটলো না তার শপথ গ্রহণ অনুষ্ঠান। বিরোধীদের বিক্ষোভের মধ্যেই তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান। বাইরে ‘ইন্ডিয়া’ জোটের সাংসদরা হাতে সংবিধান নিয়ে বিক্ষোভ সংগঠিত করেন। প্রথম দিনেই প্রধানমন্ত্রীকে নিশানা করলেন বিরোধীরা। তৃতীয় এনডিএ সরকারের সংসদের প্রথম দিনটা জানান দিয়ে গেল পরবর্তী দিনগুলিতে আবহাওয়া কেমন থাকতে চলেছে। নিজের শপথগ্রহণের অনুষ্ঠানেও সর্বসম্মতি সৌজন্য মিলল না প্রধানমন্ত্রী।
রণনংদেহি মনোভাব নিয়ে হাজির ‘ইন্ডিয়া’ শরিকরা। যেভাবে বিজেপি নিজেদের ইচ্ছায় প্রোটেম স্পিকার নির্বাচন করেছে তা নিয়েই বিরোধের সূত্রপাত। বিরোধী দল থেকে সবচেয়ে বর্ষীয়ান সাংসদকে স্পিকার করা হয়নি বলে অভিযোগ। আর তা নিয়েই বিক্ষোভ বিরোধীদের। প্রথম দিনে প্রধানমন্ত্রী যখন সকলকে নমনীয় মনোভাবের বার্তা দিচ্ছেন তখন যুদ্ধংদেহি ইন্ডিয়া। মসৃণ হল না নিজের শপথ গ্রহণ অনুষ্ঠান।
প্রথম দিনেই প্রতিপক্ষের দিক থেকে পেলেন না সহনশীল মনোভাব। অন্যদিকে বিরোধী ইন্ডিয়া স্পষ্টতই জানান দিয়েছে প্রত্যেক ইঞ্চিতে লড়াই জারি থাকবে। তৃতীয় এনডিএ সরকার বিরোধীদের মতামত না নিলে বা সঠিক পথে না চললে বিরোধ অব্যাহত থাকবে। অনিয়ম দেখলেই বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে ইন্ডিয়া।