Big Breaking: নিউজক্লিকের প্রতিষ্ঠাতা কে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের
Big Breaking: Supreme Court orders release of Newsclick founder

The Truth Of Bengal: দেশবিরোধী কাজে যুক্ত থাকার অভিযোগ। গতবছর ৩অক্টোবর গ্রেফতার করা হয় নিউজক্লিকের প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক প্রবীর পুরকায়স্থকে গ্রেফতার করা হয়। মূলতঃ চিনের থেকে অর্থ নিয়ে প্রচার করার অভিযোগ ওঠে।বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রবীর পুরকায়স্থকে জেলে ভরা হয়।
এমনকি তাঁর বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু করা হয়।সেই মামলায় বড়সড় মোড় নিল। সুপ্রিমকোর্ট প্রবীর পুরকায়স্থকে মুক্তির নির্দেশ দিল।অবিলম্বে তাঁকে জেল থেকে ছাড়া হবে বলে আশা করছেন তাঁর আইনজীবী। দিল্লি পুলিশ আগে জানিয়েছিল তাঁরা মোট ৩৭ জন সন্দেহভাজন পুরুষকে জেরা করা হয়েছে।এর পাশাপাশি ৯ জন সন্দেহভাজন মহিলার বাড়িতে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেছেন।
#WATCH | On Supreme Court’s order to release NewsClick founder and Editor-in-Chief Prabir Purkayastha in the UAPA case, Advocate Arshdeep Khurana says “Supreme Court has held the arrest and the remand proceedings to be illegal and has directed the release of Purkayastha. We have… pic.twitter.com/KZYQwErFBn
— ANI (@ANI) May 15, 2024
তথ্য বিকৃতি ও দেশবিরোধী প্রচারের অপরাধে, বিভিন্ন ডিজিটাল যন্ত্র, নথিপত্র ইত্যাদি বাজেয়াপ্ত করা হয়। সূত্রের খবর, নিউজক্লিকের প্রধান সম্পাদক প্রবীর পুরকায়স্থকে দফায় দফায় জেরা চালিয়ে বেশকিছু তথ্য পায় দিল্লি পুলিশ।এরপর তিনি কারাবন্দি করা হয়।