দেশ
Trending

Big Breaking: দিল্লীতে তুলকালাম , বিজেপির পার্টি অফিসে জেল ভরো কর্মসূচি আপের

Big Breaking: Jail Bharo program is up at Tulkalam BJP party office in Delhi

The Truth Of Bengal: স্বাতী মালিওয়াল এর হেনস্তা মামলায় গ্রেফতার হয়েছেন বৈভব কুমার । অভিযুক্ত অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব।  বিপ্লব কুমারের গ্রেফতারের পর বিজেপির পার্টি অফিসে জেল ভরো কর্মসূচির ডাক দিয়েছে আম আদমি পার্টি।

যার জন্য বাড়ানো হয়েছে দিল্লির পার্টি অফিসে নিরাপত্তা । মোতায়েন হাজার হাজার পুলিশ ।আপের মিছিল আটকাতে দিল্লির রাস্তায় নামানো হয় অতিরিক্ত পুলিশবাহিনী। রাস্তায় রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়। বিজেপির সদর দফতরের দিকে মিছিল করার সময় পুলিশি বাধার মুখে পড়েন আপ কর্মীরা। অনেককে আটক করা হয়েছে।

শনিবার একটি ভিডিয়ো মেসেজে বিজেপির উদ্দেশে তোপ দেগে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রের বিজেপি তাদের নেতাদের জেলে ভরছে। সঞ্জয় সিংহকে জেলে ভরেছে। তার আপ্তসহায়ককে গ্রেফতার করেছে। কেজরীওয়ালের দাবি, দিল্লিতে সরকারি স্কুল-কলেজের উন্নতি এবং সর্ব ক্ষণ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দেওয়ার অপরাধেই তাদের শাস্তি দেওয়া হচ্ছে।

Related Articles