দুষ্কৃতিকে জালে আনতে সাহসী পদক্ষেপ বেঙ্গালুরু পুলিশের
Bengaluru Police has taken a bold step to bring criminals to the net

The Truth Of Bengal: ঠিক যেন বলিউড সিনেমা। এক দুষ্কৃতিকে জালে আনতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকর্মীদের। বেঙ্গালুরুর এক ব্যস্ততম রাস্তায় এক দুষ্কৃতী বাইক নিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে আটকানোর চেষ্টা করে। যদিও কোন রকম ভাবে তাকে ধরা সম্ভব হয়নি পুলিশের পক্ষে।
একজন পুলিশ কর্মী তার বাইক থামানোর চেষ্টা করলে তিনি বাইকের স্পিড আরো বাড়িয়ে দেন। তবে ওই পুলিশকর্মী নাছোর বান্দা অবস্থায় বাইক ছাড়েননি রীতিমতো মাটিতে শোয়া অবস্থাতেই বাইকের পিছু নেন । কিছুদূর যাওয়ার পর বাইক থামে আর তারপর অন্যান্য পুলিশ কর্মীরা এসে বাইকে থাকা হেলমেট পড়া ওই দুষ্কৃতিকে আটক করে যাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ৭৫টি মামলা রয়েছে , তার কাছ থেকে ১৩০ গ্রাম সোনা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে বেঙ্গালুরু পুলিশ। এই গোটা ঘটনা ধরা পড়েছে রাস্তায় বসানো সিসিটিভি ক্যামেরায়।
২০ মিনিট করে ধরে ধস্তাধস্তি চলে ওই দুষ্কৃতীর সঙ্গে পুলিশ আধিকারিকদের। ব্যস্ততম রাস্তা মুহূর্তের স্তব্ধ হয়ে ওঠে এই ঘটনার ফলে। ওই দুষ্কৃতির নাম পরিচয় সম্বন্ধে পুলিশ জানিয়েছে , তার নাম মঞ্জেশ। পুলিশের চোখে ধুলো দিয়ে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন অবশেষে পুলিশের জালে উঠেছে মঞ্জেশ ।