জুন মাসে এক দিনে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড ভাঙল বেঙ্গালুরু
Bengaluru broke the record for maximum rainfall in a single day in June

The Truth of Bengal: জুন মাসে এক দিনে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড ভাঙল বেঙ্গালুরু। রবিবার অর্থাৎ ২ জুন বেঙ্গালুরুতে ১১১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা ভেঙে দিয়েছে ১৩৩ বছরের রেকর্ড। প্রসঙ্গত, ১ জুন থেকেই বেঙ্গালুরুতে অতি ভারী বৃষ্টি হচ্ছে। এর আগে জুনে এক দিনে বেঙ্গালুরুতে গড় বৃষ্টির পরিমাণ ছিল ১১০.৩ মিলিমিটার। আর তা দেখা গিয়েছিল ১৮৯১ সালের ১৬ জুন। গত কয়েক মাস আগেই তীব্র জলসংকটে ভুগছিল সিলিকন ভ্যালি বেঙ্গালুরু। ৪১ বছরের মধ্যে সবচেয়ে শুষ্ক এপ্রিল দেখার পরে এবার একেবারে উলটো চিত্র।
জুন মাসে একদিনের বৃষ্টিই ভেঙে দিল বেঙ্গালুরুর গত ১৩৩ বছরের রেকর্ড। ভারতের আবহাওয়া বিভাগ অনুসারে, রবিবার বেঙ্গালুরুতে ১১১.১ মিমি বৃষ্টিপাত হয়েছে। উল্লেখযোগ্যভাবে, যা ১৮৯১ সালের বৃষ্টিপাতের রেকর্ডের চেয়ে বেশি৷ সে বছর ১৬ জুন বেঙ্গালুরু এলাকায় বৃষ্টিপাত হয়েছিল ১০১.৬ মিমি। বেঙ্গালুরুতে জুনের গড় বৃষ্টিপাত ১০৬.৫ মিমি। প্রবল বৃষ্টিতে সম্পূর্ণ বিপর্যস্ত বেঙ্গালুরুর জনজীবন। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন এলাকায়। পাওয়া খবর অনুযায়ী দুশোটিরও বেশি গাছ ভেঙে পড়েছে। কয়েকশো গাছের ডাল ভেঙেছে। বিদ্যুৎ পরিষেবাও অনেক জায়গায় ব্যাহত হয়।
বহু জায়গাতেই বিদ্যুৎ বিভ্রাট হয়। রাস্তা দিয়ে নদীর স্রোত বইতে দেখা যায়। বহু গাড়িকে জলের স্রোতে ভাসতে দেখা যায়৷ হাওয়া অফিস হলুদ সতর্কতা জারি করেছে বেঙ্গালুরুতে। আগামী ৫ জুন পর্যন্ত মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। এরপর আবার আট ও নয় জুন ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। এখানেই শেষ নয়৷ এরপরে রয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাসও৷ আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী দু’দিন ভারী বৃষ্টিপাত হতে পারে বেঙ্গালুরুতে৷ তার পরের দিনগুলিতে থাকছে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস।