দেশ
শিপ্রা এক্সপ্রেসে চূড়ান্ত হেনস্থার শিকার বাঙালি যাত্রীরা
Bengali passengers subjected to extreme harassment on Shipra Express

Truth Of Bengal: শিপ্রা এক্সপ্রেসে হেনস্থার শিকার বাঙালি যাত্রীরা। চূড়ান্ত হেনস্থা থেকে বাদ পড়লেন না মহিলা যাত্রীরাও। জানা যায়, ভোপাল থেকে ট্রেনে ওঠার পর চূড়ান্ত লাঞ্ছনা শিকার হতে হয় এক বাঙালি নাট্যগোষ্ঠীকে। ঘটনায় আতঙ্কে যাত্রীরা। কলকাতার একটি নাটকের গোষ্ঠীকে হেনস্তা করা হয় বলে এমনটাই অভিযোগ উঠে এসেছে।